দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে প্যানেল প্রার্থীদের বিজয়ী করতে একাট্রা হয়ে মাঠে নেমেছেন তৃণমূল আওয়ামীলীগের নেতা কর্মীরা। গতকাল রবিবার (১২ মে) বিকালে উপজেলা সদর এলাকার একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় আসন্ন দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনের (প্যানেল) তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রার্থীদের মধ্যে রয়েছেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. মামুনুর রশিদকে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য মো. আবদুল্লাহ আল কাইয়ুমকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর লিপি। এর আগে মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তৃণমূল নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক সফিকুল আলম কামালের পরিচালনায় তৃণমূল নেতা-কর্মীরা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আমাদের জন্য অত্যান্ত চ্যালেঞ্জের। আমাদের মধ্যে সকল মতানৈক্য ভুলে একযোগে প্যানেল ঘোষিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। বিজয়ী না হওয়া পর্যন্ত সকল নেতা-কর্মী মাঠে কাজ করার অঙ্গীকার করার পাশাপাশি তাঁরা ইউনিয়ন ও ওয়ার্ডে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার জন্যও তাগিদ দেন।
এছাড়াও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মো. আবুল কাশেম চেয়ারম্যান, সিনিয়র সহসভাপতি আবদুল মতিন মুন্সি, শেখ আবদুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম তুষার, মো.মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোসলে উদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মোসলেহ উদ্দিন মাস্টার, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ নেতা মো. হানিফ খান, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন রুবেল, বর্তমান সভাপতি আসাদুর রহমান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আরেফিন ইমু প্রমুখ।