
মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
ওমেন হোপ ফাউন্ডেশন আয়োজনে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার আমবাড়ী গ্রামে ৩ বিধবাদের মাঝে গরু ও ছাগল বিতরণ করেছে ওমেন হোপ ফাউন্ডেশন। একটি গাভীর বাছুর এবং দুই ছাগল তুলে দেওয়া হয় বিধবাদের হাতে।
১৩মে সোমবার দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার আমবাড়ী গ্রামে মসজিদের সামনে থেকে উপকার ভোগী ৩ বিধবাদের হাতে এসব তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি মেম্বার ওমেন হোপ ফাউন্ডেশন বাংলাদেশ কাওছার পারভীন শাপলা,
আবু ওবায়েদ তয়ন সরকার,কানিজ ফাতেমা,মরিয়ম,ফারজানা,রাবিতা,অহন সরকার,ফিরোজ কবির, ইমরান আলি প্রমুখ।
এরমধ্যে ৩ জন বিধবাকে গরু ও ছাগল বিতরণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।