
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটে মাধ্যমে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন মইনুজ্জামান অপু (ঘোড়া প্রতীক), প্রাপ্ত ভোট ৪৪৩০৪ । তার নিকটতম প্রতিদ্বন্দী কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়ন মোঃ আলী আকবর দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৮৮৭ ভোট । ২৪ হাজারের বেশি ভোট পেয়ে সাবেক চেয়ারম্যান কে হারিয়ে ইতিহাস তৈরী করেছেন মইনুজ্জামান অপু । এদিকে কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈম প্রথমবার নির্বাচনে নেমেই ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে বিজয় হয়েছে ৪৩০৫৮ ভোট ।তার নিকট তম প্রতিদ্বন্ধী কটিয়াদী উপজেলার ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার তালা প্রতিক নিয়ে পেয়েছেন মোট ২৯৪৫৮ ভোট ।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাথী আক্তার । কলস প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৩৮৭৩৫ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দী রোকসানা ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৩০৩৩৮ ভোট ।কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার রাতে ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং অফিসার মো: ওয়াহিদুজ্জামান।সাধারন ভোটাররা এ নির্বাচনে তরুনদের পক্ষে ছিলেন। নির্বাচনে তরুন ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। তরুনদের মধ্যে অনেকই জানান তারা মূলত চশমা প্রতিকে ভোট দিতে ভোট কেন্দ্রে এসেছেন। এর আগে মঙ্গলবার সকাল ৮ হইতে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন ভোটাররা। কোন ধরনে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবং কটিয়াদী উপজেলা প্রতিটি ইউনিয়নে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পেরেছে বলেও জানা যায়
মুক্তির লড়াই ডেস্ক : 

























