বিশেষ প্রতিনিধি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসন-৫ এর নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মোহাম্মদ শামসুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে ঢাকা দক্ষিণ সিটির সংরক্ষিত আসন-৫ এর কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
জারি করা আদেশে বলা হয়েছে, কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘করপোরেশন’ সভায় অশোভন এবং ঔদ্ধত্যপুর্ণ আচরণ করেছেন। তিনি প্রায়ই এ জাতীয় অশোভন এবং ঔদ্ধত্যপুর্ণ আচরণে লিপ্ত থাকেন। করপোরেশনের সভায় তার অশোভন ও ঔদ্ধত্যপুর্ণ আচরণের ফলে সভার কার্যরক্রম মারত্নকভাবে বিঘ্নিত হয়েছে। সেইসাথে করপোরেশনের ভাবমর্যাদা চরমভাবে ক্ষুন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অপরাধে তাকে স্বীয় পদ থেকে অপসারণের লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ধারা ১৩ এর উপ ধারা(৩) কার্যকর হয়েছে।
আদেশে আরো বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসন-৫ এ (সাধারণ ওয়ার্ড ১৩,১৯, ও ২০) এর কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ ধারা ১২ এর উপ ধারা(১) অনুযায়ী তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।