জ্যোৎস্নার বৃষ্টিতে
রাখী শিরিন
ঐ দিগন্তজোড়া নরম আর
নীল জ্যোৎস্নার ভিতর
ক্লান্ত পাখীর ডানায়
বিষাদেরা করে ভর
উড়ে যায় দূর নক্ষত্রের
শব্দহীন গভীর কালো অন্ধকারে।
অনন্ত রাত্রির স্বপ্ন প্রগাঢ় চুম্বনে,
চল আজ রাত্তিরে জ্যোৎস্নার বৃষ্টিতে ভিজে রাত করি ভোর।