ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তোমার জন্য

তোমার জন্য
বিধান চন্দ্র দেবনাথ
তোমার জন্য জীবন আমার
ধরতে পারি বাজি,
তোমার জন্য এই জীবনটা
শেষ করতেও রাজী।
তোমার জন্য পাহাড় চূড়ায়
উঠতে আমি চাই,
তোমার জন্য সাগর জলেও
মুক্তা খুঁজতে যাই।
তোমার জন্য দূর প্রবাসে
থাকতে আমি পারি,
তোমার জন্যই বিদেশ বিভুঁই
এখন আমার বাড়ি।
তোমার জন্য লিখছি আমি
কবিতা আর গান,
তোমায় নিয়ে ঘুরে আসবো
ভাঙ্গবো তোমার মান।
তোমার জন্য এনে দেবো
আকাশের ঐ তাঁরা,
তুমি আমি ভিজবো দুইজন
ঝরবে শ্রাবণ ধারা।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তোমার জন্য

আপডেট সময় ১২:৪৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
তোমার জন্য
বিধান চন্দ্র দেবনাথ
তোমার জন্য জীবন আমার
ধরতে পারি বাজি,
তোমার জন্য এই জীবনটা
শেষ করতেও রাজী।
তোমার জন্য পাহাড় চূড়ায়
উঠতে আমি চাই,
তোমার জন্য সাগর জলেও
মুক্তা খুঁজতে যাই।
তোমার জন্য দূর প্রবাসে
থাকতে আমি পারি,
তোমার জন্যই বিদেশ বিভুঁই
এখন আমার বাড়ি।
তোমার জন্য লিখছি আমি
কবিতা আর গান,
তোমায় নিয়ে ঘুরে আসবো
ভাঙ্গবো তোমার মান।
তোমার জন্য এনে দেবো
আকাশের ঐ তাঁরা,
তুমি আমি ভিজবো দুইজন
ঝরবে শ্রাবণ ধারা।