পরাজিত প্রেম
সেন্টু রঞ্জন চক্রবর্তী
আগরতলা
তোমার সৌন্দর্যের বৈভব ছুঁয়েছে আকাশ
আমার মনের অতল ছুঁয়েছে বিষমাখা নীল জল
পরাজিত প্রেম
পূর্ণিমায় উঁকি দিয়ে দেখে পৃথিবীর মুখ
উৎসুক প্রেমের চোখ
এখনো অনেকটা পথ রয়ে গেছে বাকি?
জানিনা-
আর কতটুকু পথ হেটে গেলে
বৈকুণ্ঠ বরণ হবে আমাদের?
বাসন্তী রং মাখা স্বপ্নের তাঁত বুনি নিদ্রাহীন একাকী নিরিবিলি প্রতিরাত
প্রেয়সী-
হে আমার স্বপ্নচারিণী তোমাকে দেবো বলে।
বিচ্ছেদ ভয়ের মেঘ উড়ে যায়
অজানা অসীমান্ত আকাশের পথে
ব্যর্থ প্রেমের ঢেউ এসে ভাসিয়ে গেছে অপেক্ষার বাধ বহুবার,
প্লাবন ভূমি উর্বর হয়ে উঠে
ফসলের সম্ভাবনায় হাত উচিয়ে ডাকে অংকুরিত বীজ
আমি জানি-
পথের কিনারে ফোটা ফুল লাগেনাকো দেবালয়ে
অযাচিত প্রেম প্রার্থনাহীন মন্দিরে,
বৃথাই আকুতি
অন্ধকার কেটে গেলে হয়তো আলোয় ফুটে উঠবে রঙধনুর মতো কিছুটা সময়।