
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের ৬নং গান্না ইউনিয়নের খালকুলা গ্রামের গত রাতে দুইজন মহিলার গলা কেটে দুই লক্ষ টাকা ছিনতাই।
এক জন ঘটনা স্থলে মারা গিয়েছে ওপর জন ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে অবস্থা খুব আশংকাজনক। এলাকাবাসীর সূত্রে জানা যায়।
বেতাই দূর্গাপুর গ্রামের মৃত বাদলের ছেলে সাগর নিহতের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতো।নিহতের স্বামী এবং ছেলে উভয় প্রবাসী। বিদেশ থেকে গত দিন দুই লক্ষ টাকা পাঠিয়েছিল। সেই টাকা তুলে আনার সময় সাগর দেখেছিল। পরে রাত্রে পরিকল্পনা অনুযায়ী সেই টাকা ছিনতাই এর উদ্দেশ্যে বাড়িতে ঢুকে উভয়কেই গলাকেটে টাকা ছিনতাই করে নিয়ে যায়।সাগরের সাথে আর একজন ছিল। ঘটনার সাথে জড়িত দুইজনকে বেতাই পুলিশ ফাড়ির চৌকস দল তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























