ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ চীন ও শ্রীলঙ্কা Logo খনি, কৃষি ও অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগে চীন-ঘানা Logo দক্ষিণ চীন সাগরে চীনের বৈধ অধিকার রক্ষায় অটল বেইজিং Logo চীনের ঐতিহ্য ও প্রযুক্তিতে নারীর উন্নয়নের সমন্বয় Logo চীন-পাকিস্তান সহযোগিতা নিয়ে প্রচারিত খবর ‘সম্পূর্ণ মিথ্যা’ Logo ৮০ দিনের অভিযান: দেশপ্রেমে রাঙা সিনচিয়াংয়ের তরুণীর সাইকেল ভ্রমণ Logo নীলফামারীতে ভিসা প্রতারকচক্রের এক সক্রিয় সদস্য গ্রেফতার Logo গোবিন্দগঞ্জে নবম শ্রেনীর ছাত্রী অপহরণের অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার Logo শ্রীনগরে ৩৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও ইলিশসহ ১৪ জনকে আটক Logo মায়ানমারে চারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, ঔষধ, আলকাতরা ও কোমল পানীয় সামগ্রী জব্দ

ডোমারে পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যাবহার করে বেবি তরমুজ চাষ

নীলফামারী সংবাদদাতা

পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার
করে বেবি তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছেন সামিউন বেগম এর পরিবার।
নীলফামারী জেলার ডোমার উপজেলার জাল্লির মোড় এলাকার এবাদ আলী ও তার স্ত্রী সামিউন বেগম ১৬ শতক জমিতে রঙ্গিলা, সুগার কিং ও জেব্রা কিং (হলুদ, কালো ও বাংলালিংক) জাতের বেবী তরমুজ চাষ করেছেন।

সামিউন বেগম ও তার স্বামী এবাদ আলী সমন্বিত কৃষি ইউনিট কৃষিখাতের আওতায়
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সেলফ-হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় মাচা
পদ্ধতিতে বেবি তরমুজ চাষ শুরু করেন। খরচ হয় ১৭ হাজার টাকা। আর এ ক্ষেতের তরমুজ ৩৫ হাজার টাকায় বিক্রয় হবে বলে এ দম্পতি জানান।

সেলফ-হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর কৃষি কর্মকর্তা মেহবুব-উল সহিদ বলেন, সরকারি কৃষি অফিসের পাশাপাশি পিকেএসএফে অর্থায়নে
এবং শার্প এর সার্বিক সহযোগিতায় আমরা প্রশিক্ষনের মাধ্যমে ডোমার উপজেলার
বিভিন্ন কৃষকদের উচ্চমূল্যের ফসল হিসেবে গ্রীষ্মকালীন তরমুজ চাষে উদ্বুদ্ধ করি। মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করায় ফলন হবে বিষমুক্ত। আশা করছি মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজ চাষ এ এলাকায় আরও সম্প্রসারিত হবে।

সামিউন বেগম বলেন, শার্প এর সহযোগিতায় এবং পরামর্শে আমি বেবি তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছি। প্রাকৃতিক পরিবেশ ও প্রতিকূলতায় এ জাতের তরমুজের কোনো ক্ষতির সম্ভাবনা না থাকায় সাফল্যের মুখ দেখছেন তিনি।

ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম বলেন- এই অঞ্চলে
এই প্রথমবারের মতো বেবি তরমুজ চাষ হয়েছে। আমরা কৃষকদের বিভিন্ন ধরনের
সবজি চাষের জন্য পরামর্শ দিয়ে থাকি।
উপজেলা কৃষি আফিসের পাশাপাশি বেশ কিছু এনজিও কাজ করে আসছে। বিশেষ করেশার্প কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ দিচ্ছে। পরিবেশবান্ধব মালচিং
পদ্ধতিতে কৃষকদের বেবী তরমুজ চাষে শার্প ব্যাপক ভূমিকা রাখছে। এই
পরিবারকে দেখে আশেপাশের অনেকেই এই তরমুজ চাষে আগ্রহী হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ চীন ও শ্রীলঙ্কা

SBN

SBN

ডোমারে পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যাবহার করে বেবি তরমুজ চাষ

আপডেট সময় ০৯:৩৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

নীলফামারী সংবাদদাতা

পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার
করে বেবি তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছেন সামিউন বেগম এর পরিবার।
নীলফামারী জেলার ডোমার উপজেলার জাল্লির মোড় এলাকার এবাদ আলী ও তার স্ত্রী সামিউন বেগম ১৬ শতক জমিতে রঙ্গিলা, সুগার কিং ও জেব্রা কিং (হলুদ, কালো ও বাংলালিংক) জাতের বেবী তরমুজ চাষ করেছেন।

সামিউন বেগম ও তার স্বামী এবাদ আলী সমন্বিত কৃষি ইউনিট কৃষিখাতের আওতায়
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সেলফ-হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় মাচা
পদ্ধতিতে বেবি তরমুজ চাষ শুরু করেন। খরচ হয় ১৭ হাজার টাকা। আর এ ক্ষেতের তরমুজ ৩৫ হাজার টাকায় বিক্রয় হবে বলে এ দম্পতি জানান।

সেলফ-হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর কৃষি কর্মকর্তা মেহবুব-উল সহিদ বলেন, সরকারি কৃষি অফিসের পাশাপাশি পিকেএসএফে অর্থায়নে
এবং শার্প এর সার্বিক সহযোগিতায় আমরা প্রশিক্ষনের মাধ্যমে ডোমার উপজেলার
বিভিন্ন কৃষকদের উচ্চমূল্যের ফসল হিসেবে গ্রীষ্মকালীন তরমুজ চাষে উদ্বুদ্ধ করি। মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করায় ফলন হবে বিষমুক্ত। আশা করছি মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজ চাষ এ এলাকায় আরও সম্প্রসারিত হবে।

সামিউন বেগম বলেন, শার্প এর সহযোগিতায় এবং পরামর্শে আমি বেবি তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছি। প্রাকৃতিক পরিবেশ ও প্রতিকূলতায় এ জাতের তরমুজের কোনো ক্ষতির সম্ভাবনা না থাকায় সাফল্যের মুখ দেখছেন তিনি।

ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম বলেন- এই অঞ্চলে
এই প্রথমবারের মতো বেবি তরমুজ চাষ হয়েছে। আমরা কৃষকদের বিভিন্ন ধরনের
সবজি চাষের জন্য পরামর্শ দিয়ে থাকি।
উপজেলা কৃষি আফিসের পাশাপাশি বেশ কিছু এনজিও কাজ করে আসছে। বিশেষ করেশার্প কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ দিচ্ছে। পরিবেশবান্ধব মালচিং
পদ্ধতিতে কৃষকদের বেবী তরমুজ চাষে শার্প ব্যাপক ভূমিকা রাখছে। এই
পরিবারকে দেখে আশেপাশের অনেকেই এই তরমুজ চাষে আগ্রহী হচ্ছে।