ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবি Logo বরুড়ার দলুয়া তুলাগাও দাখিল মাদ্রাসার ৫৪ তম বার্ষিক বড় খতম ও দোয়া অনুষ্ঠিত Logo ফুলবাড়ীতে কানাহার ডাঙ্গা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo ঝিনাইদহ আড়মুখী জে জে মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী পালিত Logo মুরাদনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ Logo টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু (ভিডিও) Logo ম্যাকাও মাতৃভূমির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অনন্য অবদান রেখেছে Logo ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের স্বাগত নৈশভোজে সি চিন পিং Logo হেংছিন কুয়াংতং ও ম্যাকাও গভীর সহযোগিতা এলাকা নির্মাণে অগ্রগতি অর্জিত হয়েছে Logo ম্যাকাওয়ে সি’র সঙ্গে প্রধান নির্বাহী ছেন হাও হুইয়ের বৈঠক

কুমিল্লায় ধর্ম রক্ষিত মহাথের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

এজে সোহেল, ষ্টাফ রিপোর্টারঃ শুক্রবার
(১৩ জানুয়ারি ২৩ ইং) কুমিল্লাস্থ ঠাকুরপাড়া কনকস্তপ বৌদ্ধ বিহার প্রাঙ্গনে উপসংঘরাজ অধ্যাপক ধর্ম রক্ষিত মহাথের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদ্ধর্ম বারিধী প্রিয়নন্দ মহাথের, সভাপতি, নিজামপুর বৌদ্ধমন্দির, চট্টগ্রাম। প্রধান জ্ঞাতি কর্মদূত জিনালংকার মহাথের, সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহা মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ জিন বোধি মহাথের, প্রাক্তন চেয়ারম্যান, প্রাচ্য ভাষা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজনীয় জীনানন্দ মহাথের, সভাপতি, কুমিল্লা নোয়াখালী শঙ্ঘরাজ ভিক্ষু সমিতি, মো: এনায়েত উল্লাহ, সাবেক সভাপতি, চট্টগ্রাম কর আইনজীবী সমিতি ও সভাপতি বিজড়া রহমানিয়া চির সবুজ স্কুল এন্ড কলেজ। অধ্যক্ষ এম এ খায়ের, বিজরা রহমানিয়া চির সবুজ স্কুল এন্ড কলেজ। আবু জাফর সোহেল, স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তির লড়াই ও সদস্য সচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিল, মুখ্য আলোচক ডক্টর সুকোমল বড়ুয়া, অধ্যাপক, পলি ও বুডিস্ট বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। শ্রী ধর্মপাল বিক্ষু, অধ্যক্ষ, কনকস্তুপ বৌদ্ধ বিহার এর উদ্বোধনের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন বাবু রাহুল চন্দ্র সিংহ, সহ-সম্পাদক, সম্বধি সোসাইটি অব বাংলাদেশ। আলোচনা সভা পরিচালনা করেন প্রিয় বংশ থের, অধ্যক্ষ, লগ্নসার তপবন বুদ্ধ বিহার ও বাবু বিদ্যুৎ বড়ুয়া, সভাপতি, সম্ভোধি সোসাইটি অব বাংলাদেশ যুব। উপসংঘরাজ অধ্যাপক ধর্ম রক্ষিত এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে তার কর্মদূতি, সামাজিক দর্শন ও জীবনের বিভিন্ন কর্মকান্ড নিয়ে ধর্মালোচকবৃন্দ যথাক্রমে ভদন্ত সাধন প্রিয় থের, অধ্যক্ষ, ভনিয়াখালি বেনুবন বৌদ্ধ বিহার। ভদন্ত উত্তমানন্দ থের, মহাসচিব, কুমিল্লা নোয়াখালী শঙ্ঘরাজ ভিক্ষ সমিতি। ভদন্ত প্রজ্ঞা বংশ থের, অধ্যক্ষ, ভাবইগ্রাম ত্রিরত্ন শরন বৌদ্ধ বিহার, ভদন্ত ধর্মানন্দ থের, উপাধ্যক্ষ, আলিশ্বর শান্তি নিকেতন বৌদ্ধবিহার, লালমাই, কুমিল্লা আলোচনা করেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন বাবু আর কি সিংহ, বাবু বিমল চক্রবর্তী বাবু লক্ষণ চন্দ্র সিংহ বাবু লক্ষণ চন্দ্র আচার্য। আলোচকবৃন্দ মহান মুক্তিযুদ্ধে ধর্মযাজক জ্যোতিপাল মহাথেরু ও অন্যান্য ধর্ম ধর্মযাজকদের মুক্তিযুদ্ধের অবদান ও ত্যাগ এর বিষয়টি আলোচনায় তুলে ধরা হয়। প্রার্থনা ও বিভিন্ন অঙ্গীকার এর মাধ্যমে উপস্থিত বৌদ্ধ ধর্মালম্বী ও দেশের সার্বিক কল্যাণে নিবেদিত হওয়ার প্রত্যয়ের এর মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবি

SBN

SBN

কুমিল্লায় ধর্ম রক্ষিত মহাথের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

আপডেট সময় ১০:৫৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩

এজে সোহেল, ষ্টাফ রিপোর্টারঃ শুক্রবার
(১৩ জানুয়ারি ২৩ ইং) কুমিল্লাস্থ ঠাকুরপাড়া কনকস্তপ বৌদ্ধ বিহার প্রাঙ্গনে উপসংঘরাজ অধ্যাপক ধর্ম রক্ষিত মহাথের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদ্ধর্ম বারিধী প্রিয়নন্দ মহাথের, সভাপতি, নিজামপুর বৌদ্ধমন্দির, চট্টগ্রাম। প্রধান জ্ঞাতি কর্মদূত জিনালংকার মহাথের, সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহা মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ জিন বোধি মহাথের, প্রাক্তন চেয়ারম্যান, প্রাচ্য ভাষা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজনীয় জীনানন্দ মহাথের, সভাপতি, কুমিল্লা নোয়াখালী শঙ্ঘরাজ ভিক্ষু সমিতি, মো: এনায়েত উল্লাহ, সাবেক সভাপতি, চট্টগ্রাম কর আইনজীবী সমিতি ও সভাপতি বিজড়া রহমানিয়া চির সবুজ স্কুল এন্ড কলেজ। অধ্যক্ষ এম এ খায়ের, বিজরা রহমানিয়া চির সবুজ স্কুল এন্ড কলেজ। আবু জাফর সোহেল, স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তির লড়াই ও সদস্য সচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুমিল্লা জেলা কমান্ড কাউন্সিল, মুখ্য আলোচক ডক্টর সুকোমল বড়ুয়া, অধ্যাপক, পলি ও বুডিস্ট বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। শ্রী ধর্মপাল বিক্ষু, অধ্যক্ষ, কনকস্তুপ বৌদ্ধ বিহার এর উদ্বোধনের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন বাবু রাহুল চন্দ্র সিংহ, সহ-সম্পাদক, সম্বধি সোসাইটি অব বাংলাদেশ। আলোচনা সভা পরিচালনা করেন প্রিয় বংশ থের, অধ্যক্ষ, লগ্নসার তপবন বুদ্ধ বিহার ও বাবু বিদ্যুৎ বড়ুয়া, সভাপতি, সম্ভোধি সোসাইটি অব বাংলাদেশ যুব। উপসংঘরাজ অধ্যাপক ধর্ম রক্ষিত এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে তার কর্মদূতি, সামাজিক দর্শন ও জীবনের বিভিন্ন কর্মকান্ড নিয়ে ধর্মালোচকবৃন্দ যথাক্রমে ভদন্ত সাধন প্রিয় থের, অধ্যক্ষ, ভনিয়াখালি বেনুবন বৌদ্ধ বিহার। ভদন্ত উত্তমানন্দ থের, মহাসচিব, কুমিল্লা নোয়াখালী শঙ্ঘরাজ ভিক্ষ সমিতি। ভদন্ত প্রজ্ঞা বংশ থের, অধ্যক্ষ, ভাবইগ্রাম ত্রিরত্ন শরন বৌদ্ধ বিহার, ভদন্ত ধর্মানন্দ থের, উপাধ্যক্ষ, আলিশ্বর শান্তি নিকেতন বৌদ্ধবিহার, লালমাই, কুমিল্লা আলোচনা করেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন বাবু আর কি সিংহ, বাবু বিমল চক্রবর্তী বাবু লক্ষণ চন্দ্র সিংহ বাবু লক্ষণ চন্দ্র আচার্য। আলোচকবৃন্দ মহান মুক্তিযুদ্ধে ধর্মযাজক জ্যোতিপাল মহাথেরু ও অন্যান্য ধর্ম ধর্মযাজকদের মুক্তিযুদ্ধের অবদান ও ত্যাগ এর বিষয়টি আলোচনায় তুলে ধরা হয়। প্রার্থনা ও বিভিন্ন অঙ্গীকার এর মাধ্যমে উপস্থিত বৌদ্ধ ধর্মালম্বী ও দেশের সার্বিক কল্যাণে নিবেদিত হওয়ার প্রত্যয়ের এর মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।