ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শুভ জন্মদিন

শুভ জন্মদিন
বিধান চন্দ্র দেবনাথ

ধরা মাঝে আসছো তুমি
আজকের এই দিনে,
ঘরটা আমার অন্ধকার রয়
তোমার হাসি বিনে।

তুমি হাসলে ঘরটায় আমার
নামে আলোর জ্যোতি,
তোমার মধ্যে পাই যে আমি
যেনো আলোর গতি।

আস্তে আস্তে হচ্ছো বড়
বেড়ে যাচ্ছে মায়া,
ঘরে গিয়েই খুঁজি এখন
আমার সোনার ছায়া।

মা বাবা আর জেঠা জেঠির
আদর সোহাগ পেয়ে,
দিনে দিনে হচ্ছো বড়
তাক ধিনা ধিন গেয়ে।

আজকের দিনে এলে তুমি
বাজছে খুশির বীন,
আজকে সবাই তোমায় জানাই
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন রাজশ্রী।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুভ জন্মদিন

আপডেট সময় ০৫:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

শুভ জন্মদিন
বিধান চন্দ্র দেবনাথ

ধরা মাঝে আসছো তুমি
আজকের এই দিনে,
ঘরটা আমার অন্ধকার রয়
তোমার হাসি বিনে।

তুমি হাসলে ঘরটায় আমার
নামে আলোর জ্যোতি,
তোমার মধ্যে পাই যে আমি
যেনো আলোর গতি।

আস্তে আস্তে হচ্ছো বড়
বেড়ে যাচ্ছে মায়া,
ঘরে গিয়েই খুঁজি এখন
আমার সোনার ছায়া।

মা বাবা আর জেঠা জেঠির
আদর সোহাগ পেয়ে,
দিনে দিনে হচ্ছো বড়
তাক ধিনা ধিন গেয়ে।

আজকের দিনে এলে তুমি
বাজছে খুশির বীন,
আজকে সবাই তোমায় জানাই
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন রাজশ্রী।