ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ ও অশান্তি নয়, শান্তি চাই

যুদ্ধ ও অশান্তি নয়, শান্তি চাই
প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার, ভারত

 

আগুনের গোলকধাঁধায়,
সবই আগুন কাতরায়,
পুরছে সবকিছু,
লোক মেরে, মানুষের মন মেরে
সেখানেতো নেই কিছু।
অশান্তি ছাড়া কিছু দেয়না যুদ্ধ,
অশান্তি করে শান্তির ভীত দুর্বল ।
কেউ যদি চায়,
ইচ্ছে করে দেয় ঢেলে,
সাংসারিক পেট্রোল,
তাতেই জ্বলে শহর।
অশাতিতে নষ্ট হয় সমাজের অংশ,
ক্ষতিপূরণের দায় কেউ নেয় নাতো।
শান্তির ঝলকানি দেওয়া হোক ছড়িয়ে,
যুদ্ধ প্রতিরোধ করি ,
শান্ত কুটিরে আমরা থাকি জুড়ে।

পরিবেশ নিরিবিলি রাখতে আমরা পারি,
চেষ্টা চলুক যুদ্ধ আটকানোর,
সঠিক প্রচেষ্টায হবোই সফল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ ও অশান্তি নয়, শান্তি চাই

আপডেট সময় ০১:১৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

যুদ্ধ ও অশান্তি নয়, শান্তি চাই
প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার, ভারত

 

আগুনের গোলকধাঁধায়,
সবই আগুন কাতরায়,
পুরছে সবকিছু,
লোক মেরে, মানুষের মন মেরে
সেখানেতো নেই কিছু।
অশান্তি ছাড়া কিছু দেয়না যুদ্ধ,
অশান্তি করে শান্তির ভীত দুর্বল ।
কেউ যদি চায়,
ইচ্ছে করে দেয় ঢেলে,
সাংসারিক পেট্রোল,
তাতেই জ্বলে শহর।
অশাতিতে নষ্ট হয় সমাজের অংশ,
ক্ষতিপূরণের দায় কেউ নেয় নাতো।
শান্তির ঝলকানি দেওয়া হোক ছড়িয়ে,
যুদ্ধ প্রতিরোধ করি ,
শান্ত কুটিরে আমরা থাকি জুড়ে।

পরিবেশ নিরিবিলি রাখতে আমরা পারি,
চেষ্টা চলুক যুদ্ধ আটকানোর,
সঠিক প্রচেষ্টায হবোই সফল।