ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ আনন্দ

ঈদ আনন্দ
তারেক ভূঞা।

ঈদ মোবারক বয়সে সমান, ছোটবড় যারা,
ঈদ মোবারক বন্ধু, গরিব কাঙ্গাল, সুখী-দুখী, সর্বহারা।
ঈদ মোবারক অভাগা, অভাগী,
ঈদ মোবারক সুজন-কুজন, বৈরাগী।
ধনীর দুলাল আর গরীব আলাল
কারো কাপড় ছিড়া,কারো সবুজ-লাল।
ঈদ মোবারক সকল ধর্মের সকল অনুসারী,
ঈদ আনন্দ সবার, যেমন দুনিয়াদারি।

ঈদ মোবারক গর্ভধারিণী পৃথিবীর সকল মা,
ঈদের চেয়ে বড় খুশির তোমার হাসিমুখ, নেই উপমা।
ঈদকে ঈদ মনে হয় তুমি পাশে আছো বলে,
চারদিকে এত আলো,আমি খুশি এ কোলাহলে।

ঈদ মোবারক আমার নবী রাহমাতাল্লিল আলামিন প্রিয় মুহাম্মদ!
সাফায়াত চাই কাল হাশরে তোমার,খোদার তরে চাই জান্নাতের সনদ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ আনন্দ

আপডেট সময় ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

ঈদ আনন্দ
তারেক ভূঞা।

ঈদ মোবারক বয়সে সমান, ছোটবড় যারা,
ঈদ মোবারক বন্ধু, গরিব কাঙ্গাল, সুখী-দুখী, সর্বহারা।
ঈদ মোবারক অভাগা, অভাগী,
ঈদ মোবারক সুজন-কুজন, বৈরাগী।
ধনীর দুলাল আর গরীব আলাল
কারো কাপড় ছিড়া,কারো সবুজ-লাল।
ঈদ মোবারক সকল ধর্মের সকল অনুসারী,
ঈদ আনন্দ সবার, যেমন দুনিয়াদারি।

ঈদ মোবারক গর্ভধারিণী পৃথিবীর সকল মা,
ঈদের চেয়ে বড় খুশির তোমার হাসিমুখ, নেই উপমা।
ঈদকে ঈদ মনে হয় তুমি পাশে আছো বলে,
চারদিকে এত আলো,আমি খুশি এ কোলাহলে।

ঈদ মোবারক আমার নবী রাহমাতাল্লিল আলামিন প্রিয় মুহাম্মদ!
সাফায়াত চাই কাল হাশরে তোমার,খোদার তরে চাই জান্নাতের সনদ।