ইলিয়াছ হোসেন, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের একবাড়িয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশন ভাংচুরের অভিযোগে ভাউকসার ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।
৪ জুন ২৪ ইং দুপুরে উপজেলা কমপ্লেক্স থেকে তাঁকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
ঘটনার বিবরণে জানা যায় বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের শৈলখালী গ্রামে একটি তালগাছ বিদ্যুৎ এর তারে পড়ে খুঁটি ভেঙ্গে যায়। বিদ্যুৎ পাওয়ার জন্য জহির মেম্বার অভিযোগ করলে বিদ্যুৎ এর লোক আসতে দেরী করায় ৩ জুন রাতে জহির মেম্বার ১০/১২ জন লোক নিয়ে সাব স্টেশন অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে।
ভাংচুর করায় বিদ্যুৎ অফিসের লোকজন বিচারের দাবীতে ধর্মঘট করে বসে। এরই প্রেক্ষিতে বরুড়া পল্লী বিদ্যুৎ এর এজিএম কম জাহিদুল ইসলাম বাদী হয়ে ৪ জুন বরুড়া থানায় জহির মেম্বার এর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জহির মেম্বারের সাথে আরো ১০/১২ জন রয়েছে বলে উল্লেখ করে ভিডিও ফুটেজ জমা দেন। পুলিশ তাঁকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিরুল ইসলাম এ বিষয় বলেন অভিযোগের ভিত্তিতে জহির মেম্বার কে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদেরকে ভিডিও ফুটেজ দেখে সনাক্তকরণের কাজ চলছে।