ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তোমাকে যে ধরতে আমি চাই

তোমাকে যে ধরতে আমি চাই
শুভাশিস সাহু

 

রুঙ্কিতা তুমি আমার
রাতের নায়িকা,
তুমি আমার সেই ঝড়;
যে ঝড়ে উড়ে গেলে
ফিরে আসে নাকো কেউ।

রাতের ভীষণ অন্ধকারে,
তোমার উজ্জ্বল স্বপ্নে
আমি আলোকিত হতে চাই।

পৃথিবীতে ঢের নায়িকা দেখেছি আমি।
তাহাদের হাতের স্পর্শে_
শরীরের মায়ায়
এই রাত আরও জেগে উঠে।

রুঙ্কিতাকে দেখেছি আমি
রাতের ভীষণ মায়ায়।
তোমার শরীরের আবেগে,
পৃথিবীর অন্ধকারে
হেঁটে যাই রোজ।

নায়িকার মতো তুমি আজও
মন কেড়ে যাও।
তোমার বুকে আজও
সেই ভাষার আন্দোলন,
কবিতার সেই ঢেউ;
সেই ঢেউয়ে ভেসে ভেসে যাই আজও_
তোমাকে যে ধরতে আমি চাই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তোমাকে যে ধরতে আমি চাই

আপডেট সময় ১০:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪

তোমাকে যে ধরতে আমি চাই
শুভাশিস সাহু

 

রুঙ্কিতা তুমি আমার
রাতের নায়িকা,
তুমি আমার সেই ঝড়;
যে ঝড়ে উড়ে গেলে
ফিরে আসে নাকো কেউ।

রাতের ভীষণ অন্ধকারে,
তোমার উজ্জ্বল স্বপ্নে
আমি আলোকিত হতে চাই।

পৃথিবীতে ঢের নায়িকা দেখেছি আমি।
তাহাদের হাতের স্পর্শে_
শরীরের মায়ায়
এই রাত আরও জেগে উঠে।

রুঙ্কিতাকে দেখেছি আমি
রাতের ভীষণ মায়ায়।
তোমার শরীরের আবেগে,
পৃথিবীর অন্ধকারে
হেঁটে যাই রোজ।

নায়িকার মতো তুমি আজও
মন কেড়ে যাও।
তোমার বুকে আজও
সেই ভাষার আন্দোলন,
কবিতার সেই ঢেউ;
সেই ঢেউয়ে ভেসে ভেসে যাই আজও_
তোমাকে যে ধরতে আমি চাই।