মোহাম্মদ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ‘অশ্বদিয়া উন্নয়ন সংস্থা’ কর্তৃক আয়োজিত হলো শিক্ষা বৃত্তি প্রতিযোগিতা ২০২৪।
২০ জুন নলুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন স্কুলের চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে ক্লাসওয়ারি আয়োজন করা হয় এই বৃত্তি প্রতিযোগিতা। যেখানে প্রতি ক্লাসে দশজন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। চতুর্থ শ্রেণিতে প্রতিযোগীর সংখ্যা ছিল মোট ৮৮ জন।
সাহস স্কুলের চতুর্থ শেণির বাছাইকৃত পাঁচজন শিক্ষার্থী এই বৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাঁচজনই বৃত্তি পেয়েছে। তারা হলো, তামান্না আহমেদ ফাইজা, মুশফিকুর রহমান আরাফ, আনিশা রহমান, মোবাশ্বেরা মজুমদার তোহা এবং আবু হামিম মাহি।
২০০৬ সালে যাত্রা শুরু করে সাহস ইনটেলেক্ট ডেভেলটমেন্ট স্কুল। এরই মধ্যে প্রতিষ্ঠানটি শিক্ষা ক্ষেত্রে নানা সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা রতন বলেন, বিগত বছরগুলোয় স্থানীয়ভাবে আয়োজিত শিক্ষাবৃত্তি পরীক্ষায় সাহস স্কুলের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে। এই অর্জনে আমার ভীষণ ভালো লাগছে।
আনন্দ আর গর্বের এই মুহূর্তে, আমি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
তিনি আরো বলেন, আমাদের মূল লক্ষ্য শিক্ষার মজবুত ভিত গড়ে তোলা। আর প্রাথমিক টাই যেহেতু ফাউন্ডেশন সেজন্য নিরলস প্রচেষ্টায় বিগত আঠারো বছরে আমরা গড়ে তুলছি এঅঞ্চলের অন্যতম সেরা প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়।