
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের হাওরে ঘুরতে এসে পানিতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর মোঃ আবিদুর রহমান (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার ৬ জুলাই দুপুর দুইটায় জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর হাওরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেল পাঁচটায় জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় ট্রলার থেকে হাওরে নামলে পানিতে তলিয়ে যায়।
জানা যায়, তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার মোবারকখীল গ্রামের হালদার খান চৌধুরীবাড়ির অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে।
ঢাকার উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন আবিদুর রহমান।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক এনামুল হক এসব তথ্য নিশ্চিত করে। বলেন নিহত শিক্ষার্থী আবিদুর রহমান ঢাকার উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। নয়জন বন্ধু মিলে কিশোরগঞ্জে হাওরাঞ্চলে বেড়াতে আসেন।
হাসানপুর ব্রিজ এলাকায় ট্রলার থেকে হাওরে নামলে পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
করিমগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ ২৫০ শয্যা জেলারেল হাসপাতালে পাঠানো হয়েছে।।
মুক্তির লড়াই ডেস্ক : 



























