ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুরে বজ্রপাত দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্ৰামের হারুনের ছেলে মারুফ হোসেন (১৪) ও মহাদেবপুরের রণাইল গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৭)। স্থানীয় সূত্রে জানা যায়, মারুফের বাবার দারিদ্রতার কারণে তাদের ঘোড়া নিয়ে অন্যের জমিতে মই দেওয়ার কাজ করতো। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারুফ হোসেন তার বাবার সঙ্গে জমিতে মই দিতে যায়। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়।

এরই মাঝে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়।অপরদিকে জেলার মহাদেবপুর উপজেলার রণাইল গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যে তার বাড়ির পাশের একটি জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে পাওয়ার টিলার থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা খালি পাওয়ার টিলার দাঁড়িয়ে থাকতে দেখে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ও নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট সময় ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুরে বজ্রপাত দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর গ্ৰামের হারুনের ছেলে মারুফ হোসেন (১৪) ও মহাদেবপুরের রণাইল গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৭)। স্থানীয় সূত্রে জানা যায়, মারুফের বাবার দারিদ্রতার কারণে তাদের ঘোড়া নিয়ে অন্যের জমিতে মই দেওয়ার কাজ করতো। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারুফ হোসেন তার বাবার সঙ্গে জমিতে মই দিতে যায়। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়।

এরই মাঝে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়।অপরদিকে জেলার মহাদেবপুর উপজেলার রণাইল গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির মধ্যে তার বাড়ির পাশের একটি জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে পাওয়ার টিলার থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা খালি পাওয়ার টিলার দাঁড়িয়ে থাকতে দেখে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ও নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।