
লালমনিরহাট প্রতিনিধি: জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের লালমনিরহাট জেলা শাখার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকেলে লালমনিরহাট জেলা শহরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বার্ণহার্ডট্ ইনক্লুসিভ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে উদ্বোধক ও মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক(অবঃ) আব্দুল মজিদ মন্ডল ও অধ্যাপক(অবঃ) নজরুল ইসলাম মন্ডল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও অনুষ্ঠানের সফলতা কামনা করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠটির লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি।পরে আমন্ত্রিত অতিথি ও সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন স্তরের সদস্যরা বক্তব্য রাখেন। বক্তব্যে বাংলা সাহিত্য ও বাংলা সংস্কৃতির নানা বিষয়ে আলোচনা করেন।
স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র লালমনিরহাট জেলা শাখার সভাপতি স্বপ্না জামানের সভাপতিত্বে এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি সৈয়দ নাজমুল আহসান, কলকাতার(ভারত) বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী দিলীপ মুখোপাধ্যায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তানভীর ফারহানা ওয়াদ্দেদ তুনা, সরকারি অর্থ সম্পাদক মোস্তফা মুনতাজ শিলিগুড়ি ভারতের ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক কণিকা দাসসহ প্রমূখব্যক্তি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।