মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
বৃহস্পতিবার ০১লা আগস্ট রাজশাহীর বাঘা থানাধীন গোকুলপুর গ্রাম থেকে গভীর রাতে ২৬০ বোতল ফেন্সিডিল-সহ মো: ফজর আলী (৩০) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত ফজর আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলাবাজার গ্রামের মো: নোমান ব্যাপারীর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম ফোর্স-সহ ০১লা আগস্ট রাত ০০:১০ টায় রাজশাহী জেলার বাঘা থানাধীর পানিকামড়া বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাঘা থানাধীন গোকুলপুর গ্রামস্থ তাহেরের ঘাটের পশ্চিমপার্শ্বের মো: ফজর আলীর দেহ তল্লাশি করে তার বাম কাঁধে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্য রক্ষিত অবস্থায় ১৬০ বোতল ফেন্সিডিল এবং পলাতক অভিযুক্ত মো: খবির দেওয়ান, পিতা: মো: হাবু দেওয়ান, সাং: বাংলাবাজার, থানা: বাঘা, জেলা: রাজশাহী’র ফেলে যাওয়া একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ১০০ বোতল ফেন্সিডিল সর্বমোট: ২৬০ বোতল ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অপর দুইজন সহযোগী মাদকব্যবসায়ী ১। মো: খবির দেওয়ান, ২। কবির দেওয়ান, উভয় পিতা: মো: হাবু দেওয়ান, সাং: বাংলাবাজার, থানা: বাঘা, জেলা: রাজশাহীদ্বয় ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।