
৭ অগাস্ট সন্ধ্যায় কানাডার মন্ট্রিলের অবস্থিত ওয়ার্ল্ড এন্টি-ডোপিং এজেন্সি বা ডব্লিউএডিএ এক ঘোষণা প্রকাশ করেছে। তাতে গণমাধ্যমে আগে প্রকাশিত সংবাদের জবাব দেওয়া হয়। তাতে বলা হয়, মার্কিন এন্টি-ডোপিং এজেন্সি বা ইউএসএডিএ বহু বছর ধরে ড্রাগ ব্যবহারকারীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিয়েছে।
ডব্লিউএডিএ’র ঘোষণায় বলা হয়েছে, মার্কিন ডোপিং বিরোধী সংস্থার এমন কাজ ডব্লিউএডিএ’র নীতির স্পষ্ট লঙ্ঘন। ইউএসএডিএ’র এ আচরণ ডব্লিউএডিএ অনুমোদন করে না।
৯টি স্বর্ণপদক অর্জনকারী মার্কিন খেলোয়াড় কার্ল লুইস আগে স্বীকার করেছিলেন যে, ১৯৮৮ সালে সিওল অলিম্পিক গেমসের আগে ড্রাগ গ্রহণ করার বিষয়টি তিনবার ধরা পড়ে। তার পরও, তাঁকে অলিম্পিক গেমসে অংশগ্রহণে বাধা দেওয়া হয় নি।
এথেন্স অলিম্পিক গেমসের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জাস্টিন গাতলিন ড্রাগ সেবনের পরীক্ষায় দু’বার ধরা পড়েন। নিয়ম অনুযায়ী তিনি প্রতিযোগিতায় চিরতরে নিষিদ্ধ হবার কথা। তবে, মার্কিন ডোপিং বিরোধী সংস্থা তাঁকে শুধু ৪ বছর প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছিল।
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।
আন্তর্জাতিক: 






















