চীনা ভ্যালেন্টাইন্স ডে বা ছিসি উৎসব উদযাপন উপলক্ষে জমকালো গালা অনুষ্ঠান সম্প্রচার করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। শনিবার এর একাধিক চ্যানেল এবং প্ল্যাটফর্মে এই গালা সম্প্রচার করা হয়। চীনা চান্দ্র ক্যালেন্ডারের সপ্তম চান্দ্র মাসের সপ্তম দিনে এই উৎসব উদযাপন করা হয়।
অনুষ্ঠানের মূল মঞ্চটি মধ্য চীনের হুবেই প্রদেশের ইউনসি কাউন্টিতে তৈরি করা হয়। এতে কাউহার্ড এবং ওয়েভার গার্লের পৌরাণিক গল্প উদযাপন করা হয়।
এআই প্রযুক্তির মাধ্যমে, সাতটি চীনা শহরের সাতটি প্রাচীন গাছকে গালায় বিশেষ শুভেচ্ছা জানানো হয়। শুরুতে একটি গানের সঙ্গে ছিসি রীতিনীতির একটি পরিবেশনা মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানটি সিসিটিভি-১, সিসিটিভি-৩, সিসিটিভি-১৫ সহ সিএমজি’র টিভি চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়।
সূত্র: রওজায়ে জাবিদা ঐশী, চায়না মিডিয়া গ্রুপ।