ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভেবে দেখলাম, তুমি ভালোই বাসতে পারনি

সৈয়দা ইয়াসমিন 

ভেবে দেখলাম,
তুমি ভালোই বাসতে পারনি।

যদি ভালোবাসতে
বৈশাখের ঝড় ভাদ্রে ও বইতে পারতো

যদি ভালোবাসি বলতে
রাজপথেও লাল নীল সংসার সাজানো যেতো

যদি ভালোবাসি বলতে
একমুঠো ভাত ভাগ করে খেয়েও তৃপ্তির ঢেকুর তুলা যেতো

যদি ভালোবাসি বলতে
সমস্ত মরুভূমি হয়ে যেতো বর্ণালি পুষ্পোদ্যান

যদি ভালোবাসি বলতে
ইতিহাস হয়ে যেতো রোমাঞ্চকর উপন্যাস

তুমি না, ভালোবাসতেই পারনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

SBN

SBN

ভেবে দেখলাম, তুমি ভালোই বাসতে পারনি

আপডেট সময় ০৮:৩৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

সৈয়দা ইয়াসমিন 

ভেবে দেখলাম,
তুমি ভালোই বাসতে পারনি।

যদি ভালোবাসতে
বৈশাখের ঝড় ভাদ্রে ও বইতে পারতো

যদি ভালোবাসি বলতে
রাজপথেও লাল নীল সংসার সাজানো যেতো

যদি ভালোবাসি বলতে
একমুঠো ভাত ভাগ করে খেয়েও তৃপ্তির ঢেকুর তুলা যেতো

যদি ভালোবাসি বলতে
সমস্ত মরুভূমি হয়ে যেতো বর্ণালি পুষ্পোদ্যান

যদি ভালোবাসি বলতে
ইতিহাস হয়ে যেতো রোমাঞ্চকর উপন্যাস

তুমি না, ভালোবাসতেই পারনি।