শিয়াল-শকুনে
প্রিয়াংকা নিয়োগী
পুন্ডিবাড়ী, ভারত
ভারী মজা,
সুযোগ পেলেই দিচ্ছে থাবা,
হ্যাচরাচ্ছে মাংস তুলে নিচ্ছে,
জালা হলে মলম লাগিয়ে দিচ্ছে।
শান্তনার বাণিতে মন ভরিয়ে দিচ্ছে,
সময় হলে শুড়শুড়ি দিচ্ছে,
বোকা বানিয়ে রাখা যায় যেভাবে।
গর্তে লুকিয়ে থাকে,
খাবারের ও প্রয়োজনের সন্ধানে
এদিক ওদিক চলে।
উড়ে চলেছে সখ ফূর্তি করতে,
নিজের পেট ভর্তে,
মাংস দেখলেই বসে পড়ছে,
আর কারো কথা ভাবার দরকার নেই,
নিজে চেটে পুটে খেয়ে নিক,
বাকিরা রসার তলে যাক!
জুটলো কি জুটলো না,
দেখা বা ভাবার নেই!
বাকিরা না খেতে পারলেতো লাভ শিয়াল শকুনের,
রাজ্য-অধিকার-সিংহাসন সবই তাদের।
কজন বোঝে এসব ব্যাপার!
আটকাতে হবে শেয়ালের চালাকি,
শকুনের দৃষ্টি,
তবেই মুক্তি।