মো. কাওসার, রাঙ্গামাটি
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে প্রশান্ত চাকমা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিলাইছড়ি উপজেলাধীন ধুপ্পারচর নামক এলাকার কাপ্তাই হ্রদের অংশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ডুবুরি দল সূত্রে জানা গেছে, দুপুরে ধুপ্পারচর এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ হন প্রশান্ত চাকমা। পরে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের ডুবুরি দল টিম লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে যায়। সেখানে ডুবুরি দলের সদস্য সাকিব ও নুরুল ইসলাম নিখোঁজ প্রশান্ত চাকমার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিভাবকদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশন অফিসার নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুরে খবর পেয়ে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযানে যাওয়া টিম ফিরলে বিস্তারিত জানা যাবে।