
স্টাফ রিপোর্টার
কুমিল্লার বরুড়ায় কিশোর কিশোরী ক্লাস স্থাপন প্রকল্পের পৌরসভা ক্লাবের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১ সেপ্টেম্বর বিকাল ৩টায় বরুড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন বরুড়া পৌরসভা কিশোর কিশোরী ক্লাবের (ভ্যানু বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়) ২০২৩ সালের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজ বেগম।
বিশেষ অতিথি ছিলেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, ফিল্ড সুপার ভাইজার মোঃ মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, অভিভাবক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কসামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর মরিয়ম আক্তার, বরুড়া পৌরসভা কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শাকিলা জামান, সংগীত শিক্ষক শাহিনুর আক্তার রিমা, অভিভাবক রিনা ফারুক, জুমা দাস (সংগীত শিক্ষক), সহ ক্লাবের প্রাক্তন ও ২০২৪ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি পাঠ, সংগীত ও নৃত্য পরিবেশন করে। শেষে ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। উল্লেখ্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার প্রবনতা দূর করা, পাঠ্য বইয়ের প্রতি মনোযোগ ও পড়াশোনায় জরতা হ্রাস করা, মাদক-বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ সহ সামাজিক ও সাংস্কৃতিক মূলক কর্মকাণ্ডে কিশোর কিশোরী ক্লাব বিশেষ ভুমিকা রেখে যাচ্ছে।
ক্লাবটি সম্পুর্ন সরকারি ভাবে পরিচালিত হয় প্রতিটি ক্লাবে ত্রিশ জন শিক্ষার্থীর (১০ জন ছাত্র ও ২০ জন ছাত্রী) জন্য একজন করে জেন্ডার প্রমোটর, সংগীত শিক্ষক ও আবৃত্তি শিক্ষক নিয়োগের মাধ্যমে পাঠ দান ও সাংস্কৃতিক চর্চা করা হয়। পাশাপাশি উপজলা ভিত্তিক একজন করে কারাতে প্রশিক্ষক নিয়োজিত রয়েছে। সার্বিক বিষয়ে সহযোগিতা করে যাচ্ছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
মুক্তির লড়াই ডেস্ক : 

























