
নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ রূপসায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর মতবিনিময় ও পরচিতি সভা আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩ টায় রূপসার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে ল উপস্থিত ছিলেন রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, জি এম আসাদুজ্জামান, এম মুরশিদ আলী, এইচ এম রোকন, আবুল কালাম শেখ বাবু, আব্দুল মজিদ শেখ, ফ.ম আইয়ুব আলী, নাহিদ জামান, নাজিম সরদার, মোঃ মোশারেফ হোসেন, ডাঃ খাঁন শফিকুল ইসলাম, ইউশা মোল্লা, বাবর হোসেন বাকি, কুরবান আলী শেখ, মারুফ হোসেন, এস এম নুর ইসলাম, মিলন সাহা, মিলন মোল্লা, নুর নাহার, মুসা মোল্লা সবুজ। এছাড়া বক্তৃতা করেন রূপসা প্রেস ক্লাবের সকল সাংবাদিক, প্রেস ক্লাব রূপসার সকল সাংবাদিক, বাংলাদেশ প্রেস ক্লাব রূপসা শাখার সকল সাংবাদিক সহ রূপসার সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সকলে রূপসার বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। উপজেলা নির্বাহী অফিসার রূপসার সকল বিষয়ে সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন। মতবিনিময় শেষে রূপসা উপজেলা প্রেস ক্লাব এবং রূপসা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মুক্তির লড়াই ডেস্ক : 


























