স্টাফ রিপোর্টার
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিকার এর (ডিএফপি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ১৮তম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে রদবদল করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর আগে পিআইবির মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (কারিগরি) পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশনা সচিত্র বাংলাদেশ-এর সম্পাদক, দিনাজপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, জামালপুর ও পটুয়াখালীতে সিনিয়র তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
চাকরিজীবনে ১৯৯৯ সালের জানুয়ারিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চলচ্চিত্র নির্মাণ, প্রকাশনা ও সংবাদপত্র আইন বিষয়ে অভিজ্ঞ। গণমাধ্যম সহায়ক আইন, নীতি ও বিধি এবং দৈনন্দিন জীবনের আইন শীর্ষক তার বৃহৎ কলেবরের দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ডিএমপির মহাপরিচালক এর দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ এডিটরস ফোরামের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী, মহাসচিব ওমর ফারুক জালাল, অর্থ সম্পাদক ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জনি তাঁকে অভিনন্দন জানিয়েছেন।