
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আপনাদের জন্য ত্রাণ নয়, উপহার নিয়ে এসেছি। দীর্ঘ কয়েকটি বছর স্বৈরাচারী সরকারের কারণে ঠিকভাবে আপনাদের সেবা করতে পারিনি। আমরা আপনাদের সন্তান, তাই এই দুর্যোগের কারণে আমরা আপনাদের সেবা করতে এসেছি।
মঙ্গলবার (৩ আগষ্ট) রাতে কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর এলাকায় বন্যার্তদের মাঝে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের ত্রাণ সামগ্রী বিতরণ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিপদ সামনে, ডানে-বামে, পিছনে রেখেও আমরা দেশের মানুষের জন্য বিগত দিনে কাজ করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে জনকল্যানে এসব করছি। স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসর মুক্ত বাংলার মাটিতে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, সেজন্যই আমরা এখানে আসতে পেরেছি।
সারা দেশের মানুষ তার পূর্বাঞ্চলের ভাইদের সহযোগিতা করার জন্য ত্রাণ নিয়ে এসেছেন। এমন অভূতপূর্ব সম্মিলন ও সংহতি কখনও দেখিনি। স্বৈরাচার হাসিনার সময় এ ধরনের একত্রে হওয়ার কোনো সুযোগ ছিল না, আজ তা সৃষ্টি হয়েছে।
রিজভি বলেন, ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আজকে নির্ভয়ে আপনাদের কাছে ত্রাণ নিয়ে আসতে পেরেছি। কী ভয়ংকর হয়ে উঠেছিল তারা (আওয়ামী লীগ)।
মনে হয়েছিল এই দেশ আপনার না, আমার না, শেখ পরিবারের! ৫১ হাজার কোটি টাকা খরচ করেছে স্বৈরাচার শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম শেখ পরিবারের ব্যক্তিদের নামে করতে। গোটা বাংলাদেশের যেন ছিল তাদের বাবার জমিদারি। সরকারি একটি বিল্ডিং হবে সেখানেও থাকবে শেখ পরিবারের নাম, মনে হয় বাংলাদেশে আর কোন খ্যাতিমান ব্যক্তির জন্ম হয়নি।
ওইদিন রাতে বন্যা কবলিত লাকসামে হাঁটু পানিতে নেমে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং লাকসাম উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 

























