ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ইথিওপিয়ায় নগরায়ন ও আধুনিকায়নে চীনের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১০:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশ নিতে আসা ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আ্যাবি, ৪ঠা সেপ্টেম্বর, বুধবার সকালে বেইজিংয়ের গণমহাভবনে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, চীন-ইথিওপিয়া সম্পর্ক চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রতীক। দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থার ভিত্তি দৃঢ় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহতভাবে উন্নত হচ্ছে।

সি বলেন, ইথিওপিয়ার সাথে ঐক্য ও সহযোগিতা গভীরতর করতে এবং দু’দেশের সর্বাক্ষণিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চীন ইচ্ছুক।

প্রেসিডেন্ট সি আরও বলেন, দীর্ঘদিন ধরেই চীন ও ইথিওপিয়া একে অপরের মূল স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে। এখন দু’পক্ষকে উচ্চ পর্যায়ের পারস্পরিক আস্থা আরও জোরদার করতে হবে, যৌথ উন্নয়ন বাস্তবায়ন করতে হবে এবং ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে একে অপরের ভালো অংশীদার হতে হবে।

জবাবে প্রধানমন্ত্রী অ্যাবি বলেন, আবার চীন সফর করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। ইথিওপিয়ায় নগরায়ন ও আধুনিকায়নে চীনের অবদানকেও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

ইথিওপিয়ায় নগরায়ন ও আধুনিকায়নে চীনের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ

আপডেট সময় ১০:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশ নিতে আসা ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আ্যাবি, ৪ঠা সেপ্টেম্বর, বুধবার সকালে বেইজিংয়ের গণমহাভবনে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, চীন-ইথিওপিয়া সম্পর্ক চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রতীক। দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থার ভিত্তি দৃঢ় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহতভাবে উন্নত হচ্ছে।

সি বলেন, ইথিওপিয়ার সাথে ঐক্য ও সহযোগিতা গভীরতর করতে এবং দু’দেশের সর্বাক্ষণিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চীন ইচ্ছুক।

প্রেসিডেন্ট সি আরও বলেন, দীর্ঘদিন ধরেই চীন ও ইথিওপিয়া একে অপরের মূল স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে। এখন দু’পক্ষকে উচ্চ পর্যায়ের পারস্পরিক আস্থা আরও জোরদার করতে হবে, যৌথ উন্নয়ন বাস্তবায়ন করতে হবে এবং ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে একে অপরের ভালো অংশীদার হতে হবে।

জবাবে প্রধানমন্ত্রী অ্যাবি বলেন, আবার চীন সফর করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। ইথিওপিয়ায় নগরায়ন ও আধুনিকায়নে চীনের অবদানকেও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।