মো.শাহাদত হোসেন, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জের অভিযান চালিয়ে ১৮৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সদস্যরা।
এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি রংপুর জেলার পীরগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম ও উভয় জেলার মিঠাপুর থানার সন্তোষপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. তরিকুল ইসলাম।
শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাচালিয়ন-১২ লেঃ কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানিয়েছেন, গোপন সংবাদে শুক্রবার দুপুর ২ টার সময়সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজারস্থ সাজেদা ফাউন্ডেশন এর বিপরীত পার্শ্বে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে মাদক বহন কালে ১,৮৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।