ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তার ভুল আচরণ সংশোধন করার তাগিদ Logo আলোচনা হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে : চীনা মুখপাত্র Logo যুক্তরাষ্ট্রের শুল্কারোপ স্পষ্টভাবে বিশ্ব সম্প্রদায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার শামিল Logo চীন-দ:আমেরিকা জনগণের কল্যাণের এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে: সি চিন পিং Logo শ্বেতপত্রে শুল্ক ইস্যুতে চীনের নীতি- অবস্থানের ব্যাখ্যা Logo ফ্রান্স জমিয়তের সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়িমকে সংবর্ধনা Logo সাজেকে বৈসু উৎসবে বর্ণাঢ্য আয়োজনে সেনাবাহিনীর সম্প্রীতির বার্তা Logo বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকের সাফল্য Logo কুমিল্লায় জামায়াত ইসলামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত Logo কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কুপিয়ে জখম : অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্যারিস অলিম্পিক ‘শান্তি, বন্ধুত্ব ও অগ্রগতির চেতনাকে প্রেরণা দিবে:শেন হাই শিয়োং

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৮:১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

৭ সেপ্টেম্বর প্যারিস ‘অলিম্পিক পিস পার্ক’ এবং চায়না মিডিয়া গ্রুপের অনুদানে তৈরি স্মারক-ভাস্কর্য ‘টুগেদার ইন দ্য বোটে’র উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। চীনের সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই শিয়োং অনুষ্ঠানে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ফ্রান্সে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লু শা ইয়ে, ফরাসি জাতীয় অলিম্পিক কমিটির প্রধান সাংস্কৃতিক কর্মকর্তা স্টিফেন হাট্টো এবং নয়েজ-গ্র্যান্ড মেয়র ব্রিজিত ম্যাসিনি অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তৃতা করেন।

 

শেন হাই শিয়োং বলেন, চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী এবং প্যারিস অলিম্পিক গেমস হচ্ছে বন্ধুত্বের হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার সম্পর্কের প্রতীক। তা ‘শান্তি, বন্ধুত্ব এবং অগ্রগতি’র অলিম্পিক চেতনাকে ব্যাখ্যা করে। অলিম্পিক চীন ও ফ্রান্সের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন সভ্যতার মধ্যে যৌথভাবে বিনিময় ও সংলাপ, সকল দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান বৃদ্ধির জন্য, যৌথভাবে আরও গৌরবময় অধ্যায় লেখার একটি সেতু হিসাবে অব্যাহত থাকবে।

 

প্যারিস অলিম্পিকের জন্য বিশাল আকারের স্মারক-ভাস্কর্য ‘টুগেদার ইন দ্য বোট’ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক আর্ট অ্যাম্বাসেডর এবং একজন বিখ্যাত চীনা ভাস্কর শিল্পী হুয়াং চিয়ানের তৈরী। অলিম্পিক পিস ড্রাগন বোটের সামনে এবং পেছনে যথাক্রমে চীনা এবং ফরাসি সাংস্কৃতিক টোটেম: চাইনিজ লং বা ড্রাগন এবং গ্যালিক মুরগি। এই নৌকাটি, যা চীন ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্ব এবং অলিম্পিক চেতনার প্রতীক, এর অর্থ হল চীন ও ফ্রান্স প্যারিস অলিম্পিককে বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ও সংলাপকে উন্নীত করার জন্য এবং প্যারিস অলিম্পিকে শান্তির কণ্ঠস্বর জানানোর জন্য একসঙ্গে কাজ করার একটি সুযোগ হিসেবে গ্রহণ করেছে।

এই বছরের ৬ মে, প্যারিসে চীনা শিল্প প্রদর্শনী ‘বেইজিং থেকে প্যারিস – চীনা এবং ফরাসি শিল্পীদের অলিম্পিক সফর’ আনুষ্ঠানিকভাবে ভাস্কর্যটি ফরাসি জাতীয় অলিম্পিক কমিটিকে দান করেছে।
সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তার ভুল আচরণ সংশোধন করার তাগিদ

SBN

SBN

প্যারিস অলিম্পিক ‘শান্তি, বন্ধুত্ব ও অগ্রগতির চেতনাকে প্রেরণা দিবে:শেন হাই শিয়োং

আপডেট সময় ০৮:১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

৭ সেপ্টেম্বর প্যারিস ‘অলিম্পিক পিস পার্ক’ এবং চায়না মিডিয়া গ্রুপের অনুদানে তৈরি স্মারক-ভাস্কর্য ‘টুগেদার ইন দ্য বোটে’র উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। চীনের সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই শিয়োং অনুষ্ঠানে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ফ্রান্সে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লু শা ইয়ে, ফরাসি জাতীয় অলিম্পিক কমিটির প্রধান সাংস্কৃতিক কর্মকর্তা স্টিফেন হাট্টো এবং নয়েজ-গ্র্যান্ড মেয়র ব্রিজিত ম্যাসিনি অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তৃতা করেন।

 

শেন হাই শিয়োং বলেন, চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী এবং প্যারিস অলিম্পিক গেমস হচ্ছে বন্ধুত্বের হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার সম্পর্কের প্রতীক। তা ‘শান্তি, বন্ধুত্ব এবং অগ্রগতি’র অলিম্পিক চেতনাকে ব্যাখ্যা করে। অলিম্পিক চীন ও ফ্রান্সের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন সভ্যতার মধ্যে যৌথভাবে বিনিময় ও সংলাপ, সকল দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান বৃদ্ধির জন্য, যৌথভাবে আরও গৌরবময় অধ্যায় লেখার একটি সেতু হিসাবে অব্যাহত থাকবে।

 

প্যারিস অলিম্পিকের জন্য বিশাল আকারের স্মারক-ভাস্কর্য ‘টুগেদার ইন দ্য বোট’ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক আর্ট অ্যাম্বাসেডর এবং একজন বিখ্যাত চীনা ভাস্কর শিল্পী হুয়াং চিয়ানের তৈরী। অলিম্পিক পিস ড্রাগন বোটের সামনে এবং পেছনে যথাক্রমে চীনা এবং ফরাসি সাংস্কৃতিক টোটেম: চাইনিজ লং বা ড্রাগন এবং গ্যালিক মুরগি। এই নৌকাটি, যা চীন ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্ব এবং অলিম্পিক চেতনার প্রতীক, এর অর্থ হল চীন ও ফ্রান্স প্যারিস অলিম্পিককে বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ও সংলাপকে উন্নীত করার জন্য এবং প্যারিস অলিম্পিকে শান্তির কণ্ঠস্বর জানানোর জন্য একসঙ্গে কাজ করার একটি সুযোগ হিসেবে গ্রহণ করেছে।

এই বছরের ৬ মে, প্যারিসে চীনা শিল্প প্রদর্শনী ‘বেইজিং থেকে প্যারিস – চীনা এবং ফরাসি শিল্পীদের অলিম্পিক সফর’ আনুষ্ঠানিকভাবে ভাস্কর্যটি ফরাসি জাতীয় অলিম্পিক কমিটিকে দান করেছে।
সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।