নাহিদ জামান, খুলনা
রূপসায় খান মুজাহিদুর রহমান রাজা স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ও আলোচনা সভা ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলা কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন এসএসসি ব্যাচ ২০১৯ ও ২০২১ এর মধ্য অনুষ্ঠিত হয়। খেলায় এসএসসি ব্যাচ ২০২১ কে ১-০ গোলে হারিয়ে এসএসসি ব্যাচ ২০১৯ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার ইপ্তি।
খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, আকবর শেখ, ফেরদৌস সরদার।
কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন এসএসসি ব্যাচ (২০১৯ ও ২০২১) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) অজিত সরকার, বিএনপি নেতা সৈয়দ মাহামুদ আলী, মুন্না সরদার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক প্রভাষক বাশির আহম্মেদ লালু। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক শাহাজাদা আলমগীর, বাপ্পি খান, আবু দাউদ দানিশ, হিরক গোলদার, ইমরান শেখ প্রমুখ।