
মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার এর উদ্যোগে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষার্থীদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আম্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামিউল ইসলাম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আলম, এলুয়াড়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা নবিউল ইসলাম। এসময় ফুলবাড়ী উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রসার শিক্ষকগন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।