ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্য দ্রুত সম্প্রসারিত হচ্ছে

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১০:১৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

সেপ্টেম্বর ২৬: ডিজিটাল-বাণিজ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের পরেই আছে চীনের স্থান। আর ব্রাজিল, ভারত ও মেক্সিকোর ডিজিটাল-বাণিজ্য তুলনামূলকভাবে দ্রুত বাড়ছে।

বৃহস্পতিবারে ডিজিটাল বাণিজ্য কমিটির সাংগঠনিক কমিটি এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) আয়োজক কমিটির যৌথভাবে প্রকাশিত এক রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত রিপোর্টের নাম: ‘বৈশ্বিক টিজিটাল-বাণিজ্য উন্নয়ন প্রতিবেদন, ২০২৪’।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে, বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের পরিমাণ ৬.০২ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ৭.১৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে। এ ক্ষেত্রে গড় বার্ষিক প্রবৃদ্ধি ৮.৮ শতাংশ।
প্রতিবেদনে বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের দুটি মূল চালিকাশক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নকে চিহ্নিত করা হয়। প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন, নিয়ম নির্ধারণ, এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন মাত্রা থেকে, বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের ভবিষ্যতের উন্নয়ন-প্রবণতাও বিবেচনা করা হয়েছে প্রতিবেদনে।

‘বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্য উন্নয়ন প্রতিবেদন’ এ বছরই প্রথম প্রকাশিত হলো। এখন থেকে প্রতিবছর বৈশ্বিক ডিজিটাল- বাণিজ্য মেলা চলাকালীন এ ধরনের প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্য দ্রুত সম্প্রসারিত হচ্ছে

আপডেট সময় ১০:১৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

সেপ্টেম্বর ২৬: ডিজিটাল-বাণিজ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের পরেই আছে চীনের স্থান। আর ব্রাজিল, ভারত ও মেক্সিকোর ডিজিটাল-বাণিজ্য তুলনামূলকভাবে দ্রুত বাড়ছে।

বৃহস্পতিবারে ডিজিটাল বাণিজ্য কমিটির সাংগঠনিক কমিটি এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) আয়োজক কমিটির যৌথভাবে প্রকাশিত এক রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত রিপোর্টের নাম: ‘বৈশ্বিক টিজিটাল-বাণিজ্য উন্নয়ন প্রতিবেদন, ২০২৪’।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে, বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের পরিমাণ ৬.০২ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ৭.১৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে। এ ক্ষেত্রে গড় বার্ষিক প্রবৃদ্ধি ৮.৮ শতাংশ।
প্রতিবেদনে বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের দুটি মূল চালিকাশক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নকে চিহ্নিত করা হয়। প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন, নিয়ম নির্ধারণ, এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন মাত্রা থেকে, বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্যের ভবিষ্যতের উন্নয়ন-প্রবণতাও বিবেচনা করা হয়েছে প্রতিবেদনে।

‘বৈশ্বিক ডিজিটাল-বাণিজ্য উন্নয়ন প্রতিবেদন’ এ বছরই প্রথম প্রকাশিত হলো। এখন থেকে প্রতিবছর বৈশ্বিক ডিজিটাল- বাণিজ্য মেলা চলাকালীন এ ধরনের প্রতিবেদন নিয়মিত প্রকাশ করা হবে বলেও জানা গেছে।

সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।