ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চীন থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়া মানে বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়া: কিশোর মাহবুবানি Logo অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণে চীনের কৌশল: সি চিন পিংয়ের প্রবন্ধে বিশ্লেষণ Logo চীনে আমদানি-রপ্তানিতে গতি, অর্থনীতিতে ইতিবাচক সংকেত Logo রিয়াদে চীন-সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের কৌশলগত সংলাপ Logo ১৭ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের পরদিন, রাষ্ট্র গঠন ও যুদ্ধবিধ্বস্ত জাতির পুনর্গঠনের প্রথম দিন Logo সুবিদাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ Logo মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন Logo কটিয়াদীতে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি Logo বিজয় দিবস উপলক্ষ্যে জনসাধারণের জন্য ৭ টি জাহাজ উন্মুক্ত করেছে কোস্ট গার্ড Logo বরুড়ায় বিজয় দিবস উপলক্ষে মহিলা দলের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে

এক তরুণের প্রচেষ্টায় স্বাভাবিক জীবনে ফিরলেন ভারসাম্যহীন যুবক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মো. সাকিব হোসেন হৃদয় নামের এক তরুণের একক প্রচেষ্টায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মো. মুসলিম মিয়া (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক।

ভারসাম্য হারিয়ে ফেলা মো. মুসলিম চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রামের মোশাররফ মিয়ার ছেলে। তরুণ সমাজকর্মী সাকিব হোসেন হৃদয় চৌদ্দগ্রাম উপজেলার চাঁপাচৌ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। পাশাপাশি বিভিন্ন সমাজকর্মে অংশ নেন।

স্থানীয়রা জানান, মাস চারেক আগে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলওয়ে স্টেশনে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পড়ে থাকতে দেখেন সাকিব হোসেন হৃদয় নামের এক সমাজকর্মী। পরে ওই তরুণ সমাজকর্মী ভারসাম্যহীন যুবককে সেখান থেকে উদ্ধার করেন। খোঁজ নিয়ে জানতে পারেন ভারসাম্যহীন যুবকের নাম মুসলিম। তিনি গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রামের মোশাররফ মিয়ার ছেলে। আগে সুস্থ স্বাভাবিক ছিলেন মুসলিম। মায়ের মৃত্যুর পর তার বাবা নতুন বিয়ে করেন। বিয়ের করে ঘরে সৎমা আনার পর থেকে শান্তি বিনষ্ট হয় মুসলিম মিয়ার। নিজের মা হারানোর শোক আর সৎমায়ের অত্যাচারে ধীরে ধীরে ভারসাম্য হারাতে থাকেন মুসলিম মিয়া।

ঘটনা শোনার পর সমাজকর্মী সাকিব হোসেন হৃদয়ের মনে আশা জাগে ভারসাম্য হারিয়ে ফেলা মুসলিমকে সঠিক চিকিৎসা করালে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরবেন। পরে ওই তরুণ ভারসাম্যহীন মুসলিমকে কুমিল্লা নগরীর একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করান নিজ খরচে।

পরবর্তীতে অর্থ সংকট দেখা দিলে ওই তরুণ জুম্মার নামাজের সময় মসজিদে মুসল্লীদের কাছে সহায়তার আবেদন করলে মুসল্লিরা সাধ্যমতো সহায়তা করেন। এলাকার বন্ধুবান্ধব নিয়ে হাটে-বাজারে গিয়ে সহায়তা সংগ্রহ করেন।ওই এলাকার প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন মাধ্যমে ৭০ হাজার টাকার ফান্ড সংগ্রহ করেন সাকিব। ওই টাকায় চিকিৎসা চলে মুসলিমের।

দীর্ঘ চারমাস রিহ্যাব সেন্টারে চিকিৎসা দেওয়ার পর গত সপ্তাহে ভারসাম্যহীন মুসলিম মিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এখন তিনি আগের মতোই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন।

এ বিষয়ে তরুণ সমাজকর্মী সাকিব হোসেন হৃদয় বলেন, গুণবতী রেলওয়ে স্টেশনে যখন তাকে পড়ে থাকতে দেখলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। মাথাভর্তি চুল, ময়লা জামাকাপড় আর মুখভর্তি দাঁড়ির এই মানুষটার খোঁজখবর নিয়ে জানতে পারি তার পরিচয়। পরে আমি সিদ্ধান্ত নিলাম যেকোনো কিছুর বিনিময়ে হলেও আমি তাকে সুস্থ করে তুলব। আল্লাহর রহমতে চারমাসের মধ্যে তিনি সুস্থ হয়েছেন। যারা আমার আহ্বানে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ওই এলাকার বাসিন্দা তারেকুল ইসলাম বলেন, সাকিব হোসেন হৃদয় যে মহৎ কাজটির উদ্যোগ নিয়েছিল এবং পরবর্তীতে সফল হলো, এটা সত্যিই বিরল ঘটনা। সমাজের সকলকে এমন ভালো কাজে এগিয়ে আসতে হবে, তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।

আবু কাউসার নামের একজন বলেন, রাস্তাঘাটে ঘুরতে থাকা একজন ভারসাম্যহীন ভবঘুরে মানুষ সুস্থ হয়েছে একজন তরুণের একক প্রচেষ্টায়, এটা অন্যান্যদের অনুপ্রেরণা যোগাবে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্যাহ বলেন, এ বিষয়টি এখনই জেনেছি আমি। আমি ওই এলাকায় খোঁজ নিয়ে জানব বিষয়টি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীন থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়া মানে বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়া: কিশোর মাহবুবানি

SBN

SBN

কুমিল্লার চৌদ্দগ্রামে

এক তরুণের প্রচেষ্টায় স্বাভাবিক জীবনে ফিরলেন ভারসাম্যহীন যুবক

আপডেট সময় ০২:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মো. সাকিব হোসেন হৃদয় নামের এক তরুণের একক প্রচেষ্টায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মো. মুসলিম মিয়া (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক।

ভারসাম্য হারিয়ে ফেলা মো. মুসলিম চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রামের মোশাররফ মিয়ার ছেলে। তরুণ সমাজকর্মী সাকিব হোসেন হৃদয় চৌদ্দগ্রাম উপজেলার চাঁপাচৌ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। পাশাপাশি বিভিন্ন সমাজকর্মে অংশ নেন।

স্থানীয়রা জানান, মাস চারেক আগে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলওয়ে স্টেশনে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পড়ে থাকতে দেখেন সাকিব হোসেন হৃদয় নামের এক সমাজকর্মী। পরে ওই তরুণ সমাজকর্মী ভারসাম্যহীন যুবককে সেখান থেকে উদ্ধার করেন। খোঁজ নিয়ে জানতে পারেন ভারসাম্যহীন যুবকের নাম মুসলিম। তিনি গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রামের মোশাররফ মিয়ার ছেলে। আগে সুস্থ স্বাভাবিক ছিলেন মুসলিম। মায়ের মৃত্যুর পর তার বাবা নতুন বিয়ে করেন। বিয়ের করে ঘরে সৎমা আনার পর থেকে শান্তি বিনষ্ট হয় মুসলিম মিয়ার। নিজের মা হারানোর শোক আর সৎমায়ের অত্যাচারে ধীরে ধীরে ভারসাম্য হারাতে থাকেন মুসলিম মিয়া।

ঘটনা শোনার পর সমাজকর্মী সাকিব হোসেন হৃদয়ের মনে আশা জাগে ভারসাম্য হারিয়ে ফেলা মুসলিমকে সঠিক চিকিৎসা করালে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরবেন। পরে ওই তরুণ ভারসাম্যহীন মুসলিমকে কুমিল্লা নগরীর একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করান নিজ খরচে।

পরবর্তীতে অর্থ সংকট দেখা দিলে ওই তরুণ জুম্মার নামাজের সময় মসজিদে মুসল্লীদের কাছে সহায়তার আবেদন করলে মুসল্লিরা সাধ্যমতো সহায়তা করেন। এলাকার বন্ধুবান্ধব নিয়ে হাটে-বাজারে গিয়ে সহায়তা সংগ্রহ করেন।ওই এলাকার প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন মাধ্যমে ৭০ হাজার টাকার ফান্ড সংগ্রহ করেন সাকিব। ওই টাকায় চিকিৎসা চলে মুসলিমের।

দীর্ঘ চারমাস রিহ্যাব সেন্টারে চিকিৎসা দেওয়ার পর গত সপ্তাহে ভারসাম্যহীন মুসলিম মিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এখন তিনি আগের মতোই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন।

এ বিষয়ে তরুণ সমাজকর্মী সাকিব হোসেন হৃদয় বলেন, গুণবতী রেলওয়ে স্টেশনে যখন তাকে পড়ে থাকতে দেখলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। মাথাভর্তি চুল, ময়লা জামাকাপড় আর মুখভর্তি দাঁড়ির এই মানুষটার খোঁজখবর নিয়ে জানতে পারি তার পরিচয়। পরে আমি সিদ্ধান্ত নিলাম যেকোনো কিছুর বিনিময়ে হলেও আমি তাকে সুস্থ করে তুলব। আল্লাহর রহমতে চারমাসের মধ্যে তিনি সুস্থ হয়েছেন। যারা আমার আহ্বানে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ওই এলাকার বাসিন্দা তারেকুল ইসলাম বলেন, সাকিব হোসেন হৃদয় যে মহৎ কাজটির উদ্যোগ নিয়েছিল এবং পরবর্তীতে সফল হলো, এটা সত্যিই বিরল ঘটনা। সমাজের সকলকে এমন ভালো কাজে এগিয়ে আসতে হবে, তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।

আবু কাউসার নামের একজন বলেন, রাস্তাঘাটে ঘুরতে থাকা একজন ভারসাম্যহীন ভবঘুরে মানুষ সুস্থ হয়েছে একজন তরুণের একক প্রচেষ্টায়, এটা অন্যান্যদের অনুপ্রেরণা যোগাবে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্যাহ বলেন, এ বিষয়টি এখনই জেনেছি আমি। আমি ওই এলাকায় খোঁজ নিয়ে জানব বিষয়টি।