
মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা)
লাকসামে সুরক্ষা সিটি পরিবারের আপনজনদের সম্মাননা ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে লাকসাম পৌর অডিটোরিয়ামে সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক মু. আসাদুজ্জামান ভুট্টো’র সভাপতিত্বে সুরক্ষা পরিবার ও আপনজনদের স্বীকৃতি এবং ভালোবাসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই সিদ্দিকী, স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম, ভাইয়া গ্রুপের পরিচালক, প্রভাতী ইন্সুরেন্সের চেয়ারম্যান, মোঃ মফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী, জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মু. শহীদ উল্লাহ, বিশিষ্ট আইনজীবী মু. বদিউল আলম সুজন, নবাব ফয়েজুন্নেছা পরিবারের সদস্য আয়াজ আলী চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক আল আরমান, সংগীত শিল্পী মশিউর রহমান, লাকসাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মোঃ গোলাম ফারুক, ব্যবসায়ি রাফসান ইসলাম, শাহরিয়ার কবির রাতুল, সুরক্ষা সিটির পরিচালক মু. শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য মাগফেরাত কামনা ও কুমিল্লা জেলার আহত তিনজনকে সহযোগিতা করা হয়। এসময় সুরক্ষা পরিবারের আপনজনদের সম্মাননা, স্বীকৃতি প্রদান করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 


























