শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে ১ অক্টোবর থেকে ছাগল ও ভেড়াকে দ্বিতীয় ডোজ পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। দেশ থেকে “পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প” এর আওতায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর বাস্তবায়নে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ওয়ার্ড এর সকল গ্রামে আগামী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত একযোগে ছাগল ও ভেড়াকে বিনামূল্যে দ্বিতীয় পর্যায়ে পিপিআর রোগের টিকা প্রদান করা হবে।
দাকোপ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: রেজাউল করিম জানান, ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ পিপিআর টিকা ওয়ার্ডভিত্তিক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃক ভলান্টিয়ার ভ্যাক্সিনেট এবং সাথে দক্ষকর্মী দিয়ে ক্যাম্পেইনের মাধ্যমে পিপিআর টিকা বিনামূল্যে প্রয়োগ করা হবে। তিনি এ টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।