মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়া ঝলম আড্ডা সড়কের পাশে দুই দিন ধরে মুশলধারে বৃষ্টিতে শুয়ে আছে মানসিক ভারসাম্য হীন এক মহিলা। খবর পেয়ে উদ্বার করে সরকারি হসপিটাল নিয়ে আসলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং। ৩ অক্টোবর ২৪ ইং বৃহস্পতিবার বিকেলে তাকে সরকারি হসপিটাল ভর্তি দেন তিনি।
জানা যায় আনুমানিক ৭০ এর অধিক ভারসাম্য হীন এক বৃদ্ধা মহিলা গত দুই দিন যাবৎ রাত দিন মুশলধারে বৃষ্টির মাঝে ও আড্ডা ঝলম সড়কের মাঝামাঝি জায়গায় শুয়ে আছেন এই মানসিক ভারসাম্য হীন এ বৃদ্ধা মহিলা। মঙ্গলবার এলাকাবাসী তাঁকে কিছু খাবার দিলে ও সেই খাবার সে খায়নি। ৩ অক্টোবর বৃহস্পতিবার এলাকাবাসী বৃদ্ধা মহিলা কে হাসপাতাল নিয়ে যেতে চাইলে সে উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুঁড়ে মারে। বিষয় টি থানায় অবহিত করলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাজী নাজমুল হক গুরুত্ব সহকারে নির্বাহী অফিসার কে অবহিত করেন।
খবর পেয়ে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং পুলিশ নিয়ে তাঁকে উদ্ধার করে বরুড়া সরকারি হসপিটাল ভর্তি করিয়ে দেয়।
বিষয়টি জানাজানি হলে বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব শীলরা বৃদ্ধা মহিলার খোঁজখবর নিতে সরকারি হসপিটাল যান। নির্বাহী অফিসার এর মানবিক এ কাজটিকে সাধুবাদ জানিয়েছেন ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লা।