
——-বাংলাভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিলো ভারত। গতকাল ৩ অক্টোবর২০২৪ তারিখ বৃহস্পতিবার মোদী সরকার কর্তৃক এই স্বীকৃতি ঘোষণা করা হয়েছে। এটা অবশ্যই পশ্চম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘ আন্দোলন সাফল্য।
—–আমি একজন বাংলাভাষা আন্দোলনের গবেষক হিসেবে, মমতা ব্যানার্জি ও ভারত সরকারকে ধন্যবাদ জানাই।
—–একই সাথে বাংলাদেশে বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
—-উল্লেখ্য, গত ১৯ মে ২০২৪ তারিখে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের এক স্মারকলিপি তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করে, আমরা বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছিলাম।
—- আমাদের জানা থাকা দরকার যে, ১৯৪৮ সালের ২১ অক্টোবর তৎকালীন পাকিস্তান সরকার বাংলাভাষাকে বাদ দিয়ে একতরফাভাবে উর্দুকে পাকিস্তানের ধ্রুপদী ভাষা ঘোষণা করেছিলো।
—-কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশ সরকার যে কাজটি করতে পারেনি, ভারত সরকার ইতোমধ্যে সেকাজটি করলো।
—–অধ্যাপক এম এ বার্ণিক,
(ভাষা-আন্দোলনের গবেষক)
সভাপতি, জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন।