
নিজস্ব প্রতিনিধি
রোববার বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা ফলজ বৃক্ষ বিতরণ রোপন ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ই অক্টোবর বরুড়ার ভাউকসার ইউনিয়নের মুগগাঁও উচ্চ বিদ্যালয়ে বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার আয়োজনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আমীর হোসেনের সভাপতিত্বে কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল হাসান রনী, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সহসভাপতি সৈয়দ আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, বরুড়া মানব সেবা সংগঠনের সভাপতি ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া, সহকারী শিক্ষক আবুল কাশেম সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
এদিন সংগঠনের পক্ষ থেকে ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফল আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লেবু, কাগজী, জলপাই, আমলকি,জাম্বুরা সহ ১৫ ধরনের ফলের গাছ বিতরণ করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























