ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিলেট জেলা যুবদলের নেতা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ Logo ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবি Logo বরুড়ার দলুয়া তুলাগাও দাখিল মাদ্রাসার ৫৪ তম বার্ষিক বড় খতম ও দোয়া অনুষ্ঠিত Logo ফুলবাড়ীতে কানাহার ডাঙ্গা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo ঝিনাইদহ আড়মুখী জে জে মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী পালিত Logo মুরাদনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ Logo টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু (ভিডিও) Logo ম্যাকাও মাতৃভূমির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অনন্য অবদান রেখেছে Logo ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের স্বাগত নৈশভোজে সি চিন পিং Logo হেংছিন কুয়াংতং ও ম্যাকাও গভীর সহযোগিতা এলাকা নির্মাণে অগ্রগতি অর্জিত হয়েছে

তাড়া‌শে জাতীয় জন্ম ও মৃত‌্যু নিবন্ধন দিবস পা‌লিত

মুন্নি আহমেদ, সিরাজগঞ্জ (তাড়াশ)

“জন্ম মৃত‌্যু নিবন্ধন আন‌বে দে‌শে সুশাসন “এই স্লোগান‌কে সাম‌নে রে‌খে সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে জাতীয় জন্ম ও মৃত‌্যু নিবন্ধন দিবস পা‌লিত হ‌য়ে‌ছে। এ উপল‌ক্ষে র‌বিবার ৬ অ‌ক্টোবর সকা‌লে এক‌টি র‌্যালী বের হ‌য়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে উপ‌জেলা চত্ত‌রে এ‌সে শেষ হয়। প‌রে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার সুই‌চিং মং মারমা এর সভাপ‌তিত্বে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

উক্ত আ‌লোচনা সভায় বক্তব‌্য রা‌খেন, উপ‌জেলা সহকা‌রী কমিশনার ভূ‌মি ও পৌর প্রশাসক খা‌লিদ হাসান, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হো‌সেন, মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা মনোয়ার হো‌সেন, তাড়াশ প্রেসক্লা‌বের আহবায়ক অধ‌্যাপক সাব্বির আহ‌ম্মেদ, তাড়ার সদর ইউ‌নিয়‌নের স‌চিব মোহাব্বত হোসেন তালুকদার, দেশীগ্রাম ইউ‌নিয়‌নের তথ‌্য সেবাদান কারী হারুনার র‌শিদ প্রমুখ।

এসম‌য়ে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ব‌লেন, জন্ম মৃত‌্যু নিবন্ধন এক‌টি গুরত্বপূর্ণ বিষয়। এ‌তে নানা ত্রু‌টি থাক‌লেও সমন্ম‌য়ের ভিত্তি‌তে সেগু‌লো দূর কর‌তে হ‌বে।
উ‌ল্লেখ‌্য উক্ত অনুষ্ঠা‌নে জন্ম মৃত‌্যু নিবন্ধন সং‌শ্লিষ্ট ব‌্যক্তি‌দের শ্রেষ্ঠ‌ত্বের স্বীকৃ‌তি স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট জেলা যুবদলের নেতা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ

SBN

SBN

তাড়া‌শে জাতীয় জন্ম ও মৃত‌্যু নিবন্ধন দিবস পা‌লিত

আপডেট সময় ০৩:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

মুন্নি আহমেদ, সিরাজগঞ্জ (তাড়াশ)

“জন্ম মৃত‌্যু নিবন্ধন আন‌বে দে‌শে সুশাসন “এই স্লোগান‌কে সাম‌নে রে‌খে সিরাজগ‌ঞ্জের তাড়া‌শে জাতীয় জন্ম ও মৃত‌্যু নিবন্ধন দিবস পা‌লিত হ‌য়ে‌ছে। এ উপল‌ক্ষে র‌বিবার ৬ অ‌ক্টোবর সকা‌লে এক‌টি র‌্যালী বের হ‌য়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে উপ‌জেলা চত্ত‌রে এ‌সে শেষ হয়। প‌রে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার সুই‌চিং মং মারমা এর সভাপ‌তিত্বে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

উক্ত আ‌লোচনা সভায় বক্তব‌্য রা‌খেন, উপ‌জেলা সহকা‌রী কমিশনার ভূ‌মি ও পৌর প্রশাসক খা‌লিদ হাসান, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হো‌সেন, মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা মনোয়ার হো‌সেন, তাড়াশ প্রেসক্লা‌বের আহবায়ক অধ‌্যাপক সাব্বির আহ‌ম্মেদ, তাড়ার সদর ইউ‌নিয়‌নের স‌চিব মোহাব্বত হোসেন তালুকদার, দেশীগ্রাম ইউ‌নিয়‌নের তথ‌্য সেবাদান কারী হারুনার র‌শিদ প্রমুখ।

এসম‌য়ে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ব‌লেন, জন্ম মৃত‌্যু নিবন্ধন এক‌টি গুরত্বপূর্ণ বিষয়। এ‌তে নানা ত্রু‌টি থাক‌লেও সমন্ম‌য়ের ভিত্তি‌তে সেগু‌লো দূর কর‌তে হ‌বে।
উ‌ল্লেখ‌্য উক্ত অনুষ্ঠা‌নে জন্ম মৃত‌্যু নিবন্ধন সং‌শ্লিষ্ট ব‌্যক্তি‌দের শ্রেষ্ঠ‌ত্বের স্বীকৃ‌তি স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।