পুলিশের নিরব ভূঁমিকায় পল্লবীতে চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীরা জমজমাটভাবে চালিয়েয যাচ্ছে। এতে বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি উচ্চারন করেছে বলে জানাগেছে। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা চাঁদাবাজী এবং মাদক ব্যবসা অব্যাহত চালিয়ে আসছে। এসব অপরাধ মূলক কার্যক্রমের প্রতিকারের গতকাল বিকেলে সচেতন নাগরিকদের নিয়ে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর এলাহী তপন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল নেতা মোঃ জাবেদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সচিব আফরোজা জাবেদ। প্রধান অতিথি মনজুর এলাহী তপন তার বক্তব্যে বলেন, যারা বর্তমানে চাঁদাবাজী ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বার বার বলছি, মাদক, দুর্নীতি, সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রেণে ব্যাপক গণসচেতনতার প্রয়োজন। এক্ষেত্রে সমন্বিত এবং সম্মিলিত উদ্যোগেরও কোনো বিকল্প নেই।
এলাকার তরুন ছাত্রদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আসুন আমরা মাদককে না বলি, আমরা চাঁদাবাজ এবং দুর্নীতিকে না বলি, আমরা আমাদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ সাধন করি। আগামী দিনের সুন্দর বাংলাদেশের নেতৃত্ব প্রদানের সক্ষমতা অর্জন করি। এই হোক আজকের অঙ্গীকার।
মাদকের কারনে সামাজিক ঝুঁকি বর্ণনা করে মনজুর এলাহী তপন বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে চাঁদাবাজ এবং বেআইনি অস্ত্রের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। প্রথমে আসে মাদক ব্যবসার হাত ধরে অপরাধ জগতে আসে চাঁদাবাজরা।
প্রধান বক্তা মোঃ জাবেদ হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা এসব অন্যায় অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে, পুলিশ যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাদেরকে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তখন আমরা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হতে হবে। এজন্য সবাই প্রস্তুত থাকতে হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সচিব আফরোজা জাবেদ বলেছেন, সম্প্রতিক চাঁদা না দেয়ার ফলে চাঁদাবাজরা ফুটপাতের কাপড় ব্যবসায়ী মোঃ জাহিদের একটি লোহার চৌকি জল্লা ক্যাম্পের মৃত করিম মিয়ার ছেলে রনি (২৮) ও মিঠুন (২৬) জাবেদের ছেলে রুবেল (২৭) জোর পূর্বক নিয়ে যায়। গতকাল লোহার পট্টি এলাকার চাঁদাবাজ মনা মিয়া (৪২) এবং নান্নু মার্কেটের চা দোকানদারের ছেলে রিপন (৪৫) ফুটপাতের কাপড় ব্যবসায়ী নিকট প্রতিদিন ৪০০ টাকা করে চাঁদা আদায় করতে আসে। ওই ব্যবসায়ী চাঁদা প্রধান না করায় চাঁদাবাজরা তাকে বিভিন্ন ধরনের হুমকি- ধমকি প্রদর্শন করে চলে যায়। বর্তমানে সে চরম নিরপত্তাহীনতায় জীবন যাপন করছে। এভাবে চলতে গেলে এলাকার মানুষ শান্তিতে চলতে পারবেনা। এদের আইনের আওতায় আনতে হবে।