
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ আসন্ন ব্রাহ্মণবাড়িয়া -২ (সরাইল -আশুগঞ্জ) আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডঃ আব্দুল হামিদ ভাসানীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চুন্টা বাজার ঈদগাঁ মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
চুন্টা ইউনিয়ন জাপা’র সভাপতি বাহার উদ্দিনের সভাপতিত্বে ও জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য মজিদ বক্স এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর আব্দুর সবুর আসুদ প্রেসিডিয়াম সদস্য জাপা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডঃ রেজাউল ইসলাম ভূইয়া , এডঃ আব্দুল হামিদ ভাসানী, জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল,জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা নুরুল আজহার, জাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, জাপা শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, তথ্যবিষক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, জাপা যুগ্ন সাংগঠনিক সম্পাদক এম এ সোবাহান জেলা জাপা সাধারণ সম্পাদক নাছির হোসেন, জেলা জাতীয় পার্টি সহ সভাপতি রহমত হোসেন, সরাইল উপজেলা জাপা নেতা এমদাদুল হক সালেক, অরুয়াইল ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা মোশাররফ হোসেন, সাবেক কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান শরাফত আলী , ইসলামি ঐক্যজোট নেতা ওয়ালি উল্লাহ শিবলী, মাওলানা আসাদ উল্লাহ, অরুয়াইল ইউনিয়ন জাপার সহ সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল ইসলাম বলেন, যা হওয়ার তা হয়ে গেছে যে চলে যাওয়ার চলে গেছে এনিয়ে চিন্তা করার কিছু নেই। আগামী অনুষ্ঠিতব্য নির্বাচনে ভাসানীকে বিজয়ী করাতে হবে। সকালে ভোট দিয়ে ঘরে চলে আসলে চলবে না, ভোট গননা পর্যন্ত কেন্দ্রে থাকা লাগবে। ভাসানী অত্যন্ত ভালো ছেলে তাকে পাশ করনোর দায়িত্ব আপনাদের।