
মুন্নি আহমেদ, তাড়াশ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের পুজা মন্ডব পরিদর্শন করলেন জেলা প্রসাশক তোফাজ্জল হোসেন।
শনিবার রাতে পৌর শহরের রাধাগোবিন্দ মন্দির, কেন্দ্রীয় মন্দির সহ মোট ৮ টি মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন, পুলিশ সুপার মো.ফারুক আহমেদ, লে.কর্নেল নাহিদ আল আমিন, র্যাব-১২ মেজর সৈয়দ সাদিকুল হক , ইউএনও সুইচিং মং মারমা, সহকারী কমিশনার ( ভুমি) মো. খালিদ হাসান, অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফসার আলী, সাধারণ সম্পাদক প্রভাষক মো. আমিনুর রহমান টুটুল, উপজেলা পূজা উজ্জাপন পরিষদের আহবায়ক গোপাল চন্দ্র,যুগ্ম আহবায়ক আশুতোষ স্রানাল, তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন গোস্বামী, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ।
মন্ডব পরিদর্শন কালে জেলা প্রসাশক তোফাজ্জল হোসেন বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্পীতির দেশ। সকল ধর্মের মানুষ সাধীন ভাবে ধর্ম পালন করবেন। তাড়াশে শারদীয় দূর্গা উৎসব, উৎসবমুখর ভাবেই পালিত হচ্ছে। প্রশাসন সার্বিক নির্রাপদ ব্যবস্থা নিশ্চিত করেছেন বলেও তিনি জানান।
মুক্তির লড়াই ডেস্ক : 


























