সৌরভ মাহমুদ হারুন
পাষন্ড মাদ্রাসার বখাটে ছাত্রের লাঠির আঘাত থেকে মাকে বাঁচাতে গিয়ে দিন মজুর ছেলের মর্মান্তিক মৃত্যু। ছেলের লাশ দেখে পিতার হার্ট অ্যাটাক করে হাসপাতালের মৃত্যু শয্যায় এবং মায়ের মাথা ফেটে ৮-১০ সেলাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত দিন মজুর সাদ্দাম হোসেন (১৬) এর মৃত্যু হয়। কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর সাদকপুর হাজী বাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধু ইস্ররাফিলের স্ত্রী ও আবুল কাসেমের স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের মধ্যে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় যুবদলনেতা অ্যাড. ময়নাল হোসেন, জীবন মাষ্টার ও প্রত্যাক্ষদর্শীরা জানায় বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর হাজী বাড়ীর আবুল কাসেমের স্ত্রী শাহীনুর আক্তার (৪৫) শুক্রবার সকাল ৯ টায় স্থানীয় দোকান থেকে বিস্কুট আনার জন্য দোকানে যাওয়ার সময় একই বাড়ীর মধু ইস্ররাফিলের স্ত্রী সাবিনা আক্তার (৩০) ইয়ারকি মশকরা করলে দুজনের মধ্যে তর্ক বিতর্ক – ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনার আকার ধারণ করে। এসময় মুধ ইসরাফিলের সাদকপুর মাদ্রাসার দাখেল পরীক্ষার্থী ছাত্র শ্রাবণ (১৭) লাঠি নিয়ে আবুল কাসেমের স্ত্রী শাহীনুর আক্তারকে পিটিয়ে মাথা ফাটিিয়ে ফেলে। এসময় ছেলে সাদ্দাম হোসেন (১৬) তা দেখে মাকে বাঁচাতে আসলে শ্রাবণ তাকে লাঠি দিয়ে জোরে একাধি আঘাত করলে সাদ্দাম হোসেন মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় লোকজন মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সাদ্দাম হোসেন কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণা করে।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীনে মারা যায়। শুক্রবার ভোর রাতে ছেলের লাশ বাড়ী পৌছলে পিতা আবুল কাসেম ছেলের লাশ দেখে হার্ট অ্যাটাক করলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আবুল কাসেমের এক ছেলে সাদ্দাম হোসেন এবং এক মেয়ে রয়েছে। উপার্জন ক্ষুম ছেলেকে হারিয়ে দিশে হারা এই পরিবার, মা বাবা শোকাহত চার দিকে অন্ধকারে আচ্ছন্ন তাদের পৃথিবী।
রাতে খবর পেয়ে বুড়িচং থানার ওসি মোঃ আজিজুল হক সঙ্গীয় ফোর্স সহ সাদকপুর গ্রামের বাড়ী থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বুড়িচং থানার ওসি মেঃ আজিজুল হক বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা করার সকল প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছ। ঘটনার সাথে জড়িত আসামীদের কে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।