প্রথমবারের মতো চীনের চেচিয়াং প্রদেশের হ্যাংচৌ শহরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেধাসম্পদ রক্ষা সমিতি (এআইপিপিআই) সম্মেলন। শনিবার থেকে শুরু হয়েছে এই সম্মেলন।
এআইপিপিআই ও চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কাউন্সিল (সিসিপিআইটি) যৌথভাবে আয়োজন করেছে এই সম্মেলন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘মেধাসম্পদ অধিকার রক্ষা ও উদ্ভাবনী উন্নয়ন।’
সম্মেলনে ৯২টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৫৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে।
এআইপিপিআই ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটিই প্রথম আন্তর্জাতিক আইপি সংস্থাগুলোর মধ্যে একটি। এআইপিপিআই বিশ্ব সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয়।
১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
সূত্র: নাহার-ফয়সল,সিএমজি বাংলা।