আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
খেয়ার টাকা খেয়ায় দিন ঘাটের টাকা ঘাটে দিন এই স্লোগানে মুখরিত হয়ে পটুয়াখালীর গলাচিপা হরিদেবপুর খেয়া ঘাটের মাঝিরা তাদের দাবি আদায়ের জন্য মিছিল নিয়ে গলাচিপার সেনাবাহিনী ক্যাম্পে উপস্থিত হয়ে একটি আবেদন করেন।
মাঝিদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন গলাচিপার সর্বস্তরের মানুষ। ২৩ অক্টোবর বুধবার সকাল ১০টার সময় তাদের পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করে বদরপুর খেয়া ঘাট সমবায় সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম ও সাধারন সম্পাদক মোঃ আল আমিন এর নেতৃত্বে খেয়াঘাট থেকে এক মিছিল নিয়ে সেনাবাহিনী ক্যাম্পে এসে এই আবেদন পত্র জমা দেন তারা।
এই দাবি আদায়ের জন্য মাঝিদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেন মোঃ মোস্তাফিজুর রহমান মিরন। মাঝিরা জানান আমরা আগে নৌকায় ৩ টাকা নিতাম আর ইজারাদার ৭ টাকা নিত কিন্তু এখন সব টাকা ইজারাদার নেয় এবং ইজারাদার আমাদের মাসে ২০ হাজার টাকা দেয়।
তেল খরচ সহ আমাদের আনুসঙ্গিক সব খরচ বাদ দিয়ে ৭ হাজার ৭ শ টাকা থাকে, তা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পরেছে। আমরা পরিবারের সদস্যদেরকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তারা আরো জানান আমাদের এই একটিই দাবি আমরা আগে যেভাবে নৌকায় ৩ টাকা নিতাম সেরকম নিতে পারলে পরিবারের সদস্যদেরকে নিয়ে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো। বদরপুর খেয়া ঘাট সমবায় সমিতির সভাপতি জানান সেনাবাহিনীর সদস্যরা আমাদের অভিযোগ গুরুত্বের সাথে নিয়েছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন ইজারাদার মালিক পক্ষকে ডেকে এই সমস্যার সমাধান করার ব্যবস্থা করবেন।