
মোঃ শাহারিয়া আহমেদ সোহেল, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন চোরাচাল বিরোধী অভিযানে ভারত থেকে আসা অবৈধ পণ্য আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ শে অক্টোবর) সকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গিলাতলী বিওপির জোয়ান কতৃক এসকল পণ্য আটক করা হয়। আটকৃত পণ্য গুলোর মধ্যে রয়েছে ভিমবার, গুড়া দুধ, সাবান, জিরা, সেম্পুর পাতা, কস্ফোর্ট, চিনি, বিভিন্ন প্রকার ক্রীম আটক করা হয়। গিলাতলী বিওপির জেসিও নায়েব সুবেদার মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে টহল দলের দ্বারা আটককৃত মালামাল যার আনুমানিক মূল্য ৬২ হাজার ৬ শ ২০ টাকা। পানছড়ি বিজেপির পক্ষ থেকে জানানো হয়, চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























