
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
জায়গা সম্পত্তির বিরোধের জেরে কুমিল্লার লাকসামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৭ অক্টোবর (রোববার) দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমুদা পশ্চিমপাড়ার সৈয়দ আহম্মদের ছেলে শহিদ উল্লাহ সরুকে (৬০) একই বাড়ির শহিদুল ইসলাম ও তার বাবা তাজুল ইসলাম জমিতে মাটি কাটার জের ধরে এলোপাথাড়ি মারধর করে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহিদুল ইসলাম ও তার বাবা তাজুল ইসলাম বাড়ির রাস্তার জায়গা নিয়ে শহিদ উল্লাহ সরুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে শহিদুল ইসলাম ও তার বাবা তাজুল ইসলাম এলোপাথাড়ি ভাবে শহিদ উল্লাহ সরুকে মারধর করে। এতে ঘটনাস্থলে শহিদ উল্লাহ সরুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ শহিদুল ইসলাম ও তার বাবা তাজুল ইসলামকে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে মর্মে প্রাথমিকভাবে প্রতিয়মান হচ্ছে। এ বিষয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 



























